ট্রেন্ডিং খবর

ONE YEAR OF ISRAEL’S WAR ON GAZA: গাজা ইসরাইল যুদ্ধের একবছর

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

গাজা এখন শুধুই একটি নাম নয় এটি একটি শোকের প্রতীক। প্রায় ১ বছর ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইজরায়েল। এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের দক্ষিণাঞ্চলে গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের নজিরবিহীন হামলা চালিয়েছিল। বন্দি করে নিয়েছিল বহু জনকে। এর মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সেই থেকে টানা এক বছর ধরে একটার পর একটা হামলা চালিয়ে যাচ্ছে গাজায়। গাজা এখন আবর্জনার ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই না। এই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছে কত স্বপ্ন, কত মানুষের আতর্নাদ, হাহাকার।

গাজা-ইসরাইল যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে ৭ অক্টোবর। এই বিশেষ দিনটিকে ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তিকামী সংগঠন সহ মানুষদের বিক্ষোভ শুরু হয়েছে। প্যারিস, নিউইয়র্ক, রোমসহ বহু শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে ইসরাইলের হামলা বন্ধের দাবি জানিয়েছে। বিশ্বজুড়ে এই বিক্ষোভের প্রধান উদ্দেশ্য হলো গাজার সাধারণ মানুষকে রক্ষা করা। যদিও কিছু শহরে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, কিছু স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

এপর্যন্ত জাতিসংঘের প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী,প্রায় ৪১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, এবং আহত হয়েছে ৯৬ হাজারের কাছাকাছি যার বেসামরিক নাগরিক মধ্যে শিশু ও নারীদের সংখ্যাই অধিক বলে দাবী করেছেন।এছাড়া এ সময়ে বাস্তুচ্যুত হয়েছেন গাজার ২৩ মিলিয়ন বাসিন্দা। গাজার প্রতিদিনের অবস্থা আরও খারাপ হচ্ছে, যেখানে প্রতিদিন গড়ে ১০টি শিশু পঙ্গু হচ্ছে, কেউ এক পা, কেউ দু’পা হারাচ্ছে।

রবিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আবারও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। এই দাবির বিপরীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

Ealiash Rahaman

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Related Articles

Back to top button