পারম্পরিক স্কলারশিপ 2022 অনলাইন আবেদন, কি কি সুবিধা

Published By: MD 360 NEWS | Updated:
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পারম্পরিক স্কলারশিপ(Paramparik Scholarship 2022) হলো আর্থিক ভাবে পিছিয়ে পড়া দুর্বল ও মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা। এটি একটি non-profit organization Paramparik Foundation। পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Paramparik Scholarship 2022 Eligibility:-

১) মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে।
২) আবেদনকারীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, নার্সিং, গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি থাকতে হবে। (ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীরা আবেদন যোগ্য নয়।)
৩) ৮০% নাম্বার পেতে হবে শেষ পরীক্ষায়।
৪) আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রী হলেই এই স্কলারশিপ পাওয়া যাবে।

পারম্পরিক স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতিঃ-

আবেদন করতে হবে অনলাইনে,জিমেইল এর মাধ্যমে। পড়ুয়ারা নিজে থেকে আবেদন করতে পারবেন। এরপর যখন লিস্টে নাম উঠবে সংস্থার তরথ থেকে ফোন কিংবা মেসেজ করে জানিয়ে দিবে। এরপর কলকাতায় ইন্টারভিউ হবে – সেখানে ডকুমেন্টস গুলো ভেরিফাই হবে। আবেদন করতে হবে

১) নাম
২) অভিভাবকের নাম
৩) ঠিকানা
৪) যোগাযোগের নাম্বার
৫) বর্তমান শিক্ষা কোর্সের নাম ও বিস্তারিত।
৬) বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম
৭) উচ্চ মাধ্যমিক পরীক্ষার শতকরা প্রাপ্ত নাম্বার।
৮) জাতিগত শংসাপত্র (যদি থাকে)
৯) পারিবারিক বার্ষিক আয়

আবেদনে কি কি কাগজপত্র জমা দিতে হয়?

প্রয়োজনীয় সকল কাগজপত্র স্ক্যান করে paramparik_traditional@yahoo.co.in এই ইমেইল এড্রেসে পাঠিয়ে দিতে হবে।

১) উচ্চ মাধ্যমিক পাশের রেজাল্ট
২) মাধ্যমিক পরীক্ষার মার্কশীট
৩) ভর্তির রিসিভ
৪) পরিচয়পত্র (ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি)


৫) ঠিকানার প্রমাণ
৬) ব্যাংকের পাসবই
৭) পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র
৮) সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজ এর কালার ফটো।

কোনোকিছু জানার থাকলে নিচের নাম্বারে যোগাযোগ করুনঃ-
Paramparik – The Tradition
122 C Ananda Palit Road,
Kolkata – 700014,
West Bengal

Help Line NO- +91-9830211974

Mail ID- paramparik_tradition@yahoo.co.in

Paramparik Scholarship 2022-এর বৃত্তির পরিমাণ ছাত্র- ছাত্রীদের মধ্যে পরিবর্তিত হয়। পড়ুয়াদের আর্থিক দিক থেকে বিচার করে বৃত্তি প্রদান করা হয়। এটি শিক্ষার্থীর বর্তমান কোর্স এবং আর্থিক অবস্থার উপর নির্ভর করে। এই স্কলারশিপ শিক্ষার্থীদেরকে তাদের বর্তমান কোর্সের জন্য একাডেমিক বই সরবরাহ করে।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author