শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগ অনেক পরিবর্তন NCTE 2021 New Update

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

প্রাথমিক স্তরে (Primary Teachers) শিক্ষক নিয়োগে একাধিক নিয়মে রদবদল আনল কেন্দ্রীয় সংস্থা এনসিটিই (NCTE)। এবার থেকে স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর না থাকলেও স্নাতকোত্তর স্তরে বি. এড সহ ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করা যাবে প্রাথমিকের টেটে। অন্যদিকে, প্রথম থেকে পঞ্চম শ্রেণির এডুকেশন টিচার এবং শারীরশিক্ষার শিক্ষক পদে নিয়োগের জন্য স্নাতকোত্তরে ৫৫ % নম্বর এবং ৩ বছরের ইন্ট্রিগ্রেটেড বি.এড- এম. এড প্রশিক্ষণ থাকলেও আবেদন করা যাবে। জানিয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত টেট পরীক্ষা বাধ্যতামূলক। নবম শ্রেণী থেকে কোনোরূপ টেট পরীক্ষা নেওয়া হয় না। কেবল বিষয় ভিত্তিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নির্বাচন করা হয়। তবে এবার থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট পরীক্ষা নেওয়ার ঘোষণা করতে পারে এন.সি.টি.ই। কিছুদিন আগেই NCTE একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নবীন জাতীয় শিক্ষা নীতির আওতায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট বা কেন্দ্রীয় টেট নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আপাতত পশ্চিমবঙ্গে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত টেট পরীক্ষা গ্রহণ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টেট পরীক্ষা নেওয়ার দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের হাতে। তবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট পরীক্ষা চালু হলে ওই পরীক্ষা গ্রহণ করার দায়িত্ব কার হাতে যাবে তা এখন দেখার।

Related Articles

Back to top button