রাজ্যে আরও একটি সরকারি চাকরির নোটিশ বের হলো। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে বিডিও অফিসে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি চাকরিতে যোগ দিতে পারবেন। দেখুন কিভাবে আবেদন করবেন ও কত টাকা করে মাসিক বেতন রয়েছে…
পদের নামঃ– DEO (ডাটা এন্ট্রি অপারেটর)
যোগ্যতাঃ– গ্রাজুয়েশন ও সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
বেতনঃ– প্রতি মাসে ১৩ হাজার টাকা করে।
বয়সঃ– আবেদন কারীর বয়স থাকতে হবে ১৮ বছরের উপরে।
শূন্যপদঃ– মোট ১ টি শূন্যপদ।
আবেদন পদ্ধতিঃ- আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনে। আবেদন আগে থেকে পাঠাতে হবে না।ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট দিনে নিচের ডকুমেন্টস গুলো অরিজিনাল ও জেরক্স করে(সেল্ফ এটাস্টেড) নিয়ে যেতে হবেঃ-
1) Bio Data
2) মাধ্যমিক এডমিট কার্ড
3) মার্কশীট ও সার্টিফিকেট
4) আধার কার্ড
5) ভোটার কার্ড
6) কম্পিউটার সার্টিফিকেট।
ইন্টারভিউ তারিখঃ– ০৩/১১/২০২১ সকাল ১০ টার মধ্যে উপস্থিত হতে হবে।
নিয়োগের স্থান ও ইন্টারভিউ স্থানঃ– Government of West Bengal Office of the Block Development officer Kalna-II Development Block, Singerkone, Purba Bardhaman.
আরও চাকরি খবর দেখুনঃ– Click
অফিসিয়াল ওয়েবসাইটঃ– ক্লিক
অফিসিয়াল নোটিফিকেশনঃ– Download