‘আর বাংলা দালাল’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে শোরগোল সামাজিক যোগাযোগমাধ্যম। কয়েক বছর পুরোনো কয়লা পাচার মামলার তদন্তে শনিবার সকালে তৃণমূলের ভোট কুশলী সংস্থা আই-প্যাক এর অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডিহানা দেয়। এবং সেই খবর ছড়াতেই নিজে মুখ্যমন্ত্রী লাউডন স্ট্রিটে পৌঁছে যান। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলো কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মাও।
সেখান থেকে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান সল্টলেকের সেক্টর ফাইভে আই-প্যাক এর অফিসে। প্রতীক জৈনের বাড়ি ও আই-প্যাক এর অফিস দু’জায়গাতেই ইডির তল্লাশির সময় উপস্থিত ছিলেন তিনি। সেই সময় ফাইল ও নথি হাতে বেরোতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
সেই নথি দেখিয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে আসেন মুখ্যমন্ত্রী মমতা। এমন সময় রি পাবলিক বাংলার সাংবাদিকদের প্রশ্ন শুনে চটে যান তিনি। জানা গেছে এদিন, ‘কয়লার টাকা গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছে কি না’ এই প্রশ্ন শুনে রীতিমতো চটে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করছেন, রাজনাথ সিং ব্যবহার করছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করছেন। সাহস থাকলে তাঁদের রেড করুক ইডি। এছাড়াও এই বক্তব্যের পর শেষ পর্যায়ে এসে মুখ্যমন্ত্রী সরাসরি রিপাবলিক বাংলাকে বিজেপির দালাল বলে অভিহিত করেন। এদিন তিনি একাধিকবার ‘আর বাংলা দালাল’ শব্দবন্ধ ব্যবহার করেন। বক্তব্য শেষ করে মাইক নামিয়ে রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
