West Bengal Assistant Teacher Job 2025: রাজ্যে সহকারী শিক্ষক পদে চাকরি, রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে – ভালো বেতন, আবেদন করুন?

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে সহকারী শিক্ষক (Assistant Teacher Job 2025) পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকার অনুমোদিত একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। যে বিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য, আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এই মর্মে 02/03/2025 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং Ref No. MSRKA/AT-25/05। আজকের প্রতিবেদনের মধ্যে দেখুন – কিভাবে আবেদন করবেন সহকারী শিক্ষক পদে (Assistant Teacher Job 2025), কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে মাসিক বেতন রয়েছে ইত্যাদি বিস্তারিত তথ্য।

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কোন পদে নিয়োগ করা হচ্ছে?

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি সরকার অনুমোদিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগ করা হচ্ছে সহকারী শিক্ষক পদে (Assistant Teacher Job 2025)।

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কোন পদে নিয়োগ করা হচ্ছে?

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে সহকারী শিক্ষক পদে। এখানে সহকারী শিক্ষক পদে জীবন বিজ্ঞান (Life Science) ও অর্থনীতি (Economics) বিষয়ে।

সহকারী শিক্ষক (Assistant Teacher Job Age Eligibility) পদে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে?

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে 01/01/2025 তারিখ অনুযায়ী সর্বনিম্ন 20 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। এছাড়াও SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছরের এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 8 বছরের সর্বোচ্চ বয়সে ছাড় থাকবে।

সহকারী শিক্ষক পদে কত টাকা করে মাসিক বেতন থাকবে?

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, সহকারী শিক্ষকের বেতন পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ ROPA (Revision of Pay and Allowances) নীতি অনুযায়ী নির্ধারিত হবে।

সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য যোগ্যতা?

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে – জীবন বিজ্ঞান বিষয়ে আবেদন করার জন্য গ্র্যাজুয়েট (Pass Graduate) ডিগ্রি নিয়ে বায়োসায়েন্স (Bio Science) পাশ করা থাকতে হবে এবং বি.এড (B.Ed.) করা থাকতে হবে। অপরদিকে অর্থনীতি বিষয়ে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, অর্থনীতিতে স্নাতকোত্তর (Post Graduate in Economics) ডিগ্রি এবং বি.এড (B.Ed) করা থাকতে হবে, তাহলে আবেদনের যোগ্য।

সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে, তা হলো –
ক) মাধ্যমিক ও তার সমতূল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড।
খ) সংশ্লিষ্ট সমস্ত পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট।
গ) আধার কার্ড ও ভোটার কার্ড।
ঘ) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো।
ঙ) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।
চ) একটি স্ব-ঠিকানাঙ্কিত খাম (4” × 9” সাইজ)।
ছ) সংশ্লিষ্ট একাডেমিক সেশনে বি.এড. কোর্সের NCTE স্বীকৃতির চিঠি, যা প্রতিষ্ঠান প্রধান দ্বারা অনুমোদিত।

সহকারী শিক্ষক পদে আবেদনের ফি কত টাকা?

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন ফি জেনারেল প্রার্থীদের 1000 টাকা ও সংরক্ষিত প্রার্থীদের 900 টাকা ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের 800 টাকা।

সহকারী শিক্ষক পদে আবেদন পদ্ধতি?

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে ফিলাপ করে সমস্ত নথি সহকারে – “MAHESH SHRI RAMAKRISHNA ASHRAM” MAIN OFFICE at “SWAMI SOMANANDA BHAWAN” Ground Floor এই ঠিকানায় জমা করতে হবে গিয়ে।

সহকারী শিক্ষক পদে আবেদনের শেষ তারিখ কবে?

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন আগ্রহী ও যোগ্য প্রার্থীদের 18/03/2025 তারিখ পর্যন্ত।

Ramkrishna Ashram Vidyalaya (H.S) Assistant Teacher Recruitment Notification 2025:- Download

Ramkrishna Ashram Vidyalaya Assistant Teacher Job Application Form 2025:- Download

Related News