স্কলারশিপ

SBI Asha Scholarship 2022- ১৫ হাজার টাকা, ক্লাস ৬ থেকে ১২

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

SBI ফাউন্ডেশন হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার CSR শাখা। ব্যাঙ্কিং-এর বাইরেও পরিষেবার ঐতিহ্য অনুসারে, ফাউন্ডেশন বর্তমানে ভারতের 28 টিরও বেশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবিকা ও উদ্যোক্তা, যুব ক্ষমতায়ন, খেলাধুলার প্রচার এবং আরও অনেক কিছুতে আর্থ-সামাজিক অবদান রাখতে কাজ করে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI আশা স্কলারশিপ প্রোগ্রাম 2022 হল SBI ফাউন্ডেশন এর Education Vertical – Integrated Learning Mission (ILM) এর অধীনে একটি উদ্যোগ। যাতে সারা ভারতে নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই বৃত্তি কর্মসূচির অধীনে ক্লাস 6 থেকে 12 শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এক বছরের জন্য 15,000 টাকা বৃত্তি পাওয়ার সুযোগ পেতে পারে।

SBI Asha Scholarship 2022 Eligibility:-

১) শিক্ষার্থীকে ক্লাস ৬ থেকে ১২ এর মধ্যে পাঠরত থাকতে হবে।
২) শেষ পরীক্ষায় ৭৫% নাম্বার পেয়ে পাশ করতে হবে।
৩) পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।

SBI Asha Scholarship 2022 Documents:-

১) শেষ পরীক্ষার মার্কশীট।
২) পরিচয় পত্র হিসাবে- আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
৩) ভর্তির রসিদ।
৪) ব্যাঙ্কের পাশবই।
৫) ইনকাম সার্টিফিকেট।
৬) পাসপোর্ট সাইজের ফটো।

SBI Asha Scholarship 2022 Online Apply Process:-

১) প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
২) এরপর Apply Now এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করে লগইন করুন।
৩) পরবর্তী ধাপে নাম,ঠিকানা, পরীক্ষার নাম্বার ও একাউন্ট নাম্বার, ডকুমেন্টস আপলোড করুন।
৪) এরপর ব্যাঙ্ক একাউন্ট নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করুন।

অনলাইন আবেদন লিংকঃ- Apply

SBI Asha Scholarship 2022 অনলাইন আবেদন ভিডিও লিংকঃ- দেখুন ভিডিওটি

SBI Asha Scholarship 2022 Amount:- স্কলারশিপ এর পরিমান ১৫ হাজার টাকা।

আবেদনের শেষ তারিখঃ– ১৫/১০/২০২২।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button