WAQF Supreme Court News: ৫ মে‌ সোমবার সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে শুনানি!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সুপ্রিম কোর্ট আগামী ৫ মে, সোমবার ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫-এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের করা পাঁচটি আবেদনের শুনানি করবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

গত মাসের শুরুতে ওয়াকফ (সংশোধনী) আইন, এবং সংসদের উভয় কক্ষেই পাস হয় -লোকসভায় পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ এবং রাজ্যসভায় পক্ষে ১২৮ এবং বিপক্ষে ৯৫ ভোেট পড়ে।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করার পর এটি আইনে পরিণত হয়। এরপর থেকে এই সংশোধিত আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে ৭২টি মামলা দায়ের করা হয়।

সুপ্রিম কোর্ট সম্প্রতি জানায়, যে এই বিষয়ে আর আবেদন গ্রহণ করবে না। শুধুমাত্র ৫টি নির্বাচিত মামলা শুনানি হিসেবে গ্রহণ করবে আদালত।

গত ২৫ এপ্রিল, কেন্দ্রীয় সরকার এই মামলায় তাদের অবস্থান জানিয়ে হলফনামা জমা দিয়েছে। আগামী ৫ মে, সোমবার, এই আইনের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি হবে। এর মধ্যে রয়েছে অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) এর সভাপতি আসাদউদ্দিন ওয়েইসির আবেদনও।

গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ৫ মে পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে কোনো পরিবর্তন বা নিয়োগ করা যাবে না। এরপর কেন্দ্রীয় সরকার এই নির্দেশের বিরুদ্ধে তাদের যুক্তি তুলে ধরেছে, বলছে সংসদের অনুমোদিত আইনের উপর স্থগিতাদেশ দেওয়া উচিত নয়।

আইনটির বিরুদ্ধে নানা মুসলিম সংগঠন, রাজনৈতিক দল ও বিরোধী নেতারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। এই মামলার শুনানি সোমবার দুপুর ২টা থেকে হতে পারে। সব মামলা একত্রিত করে শুনানি চলছে প্রধান বিচারপতি খন্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।