SSC CGL 2022 Notification- Vacancy, Eligibility,Apply Process, Last Date
চাকরি প্রার্থীদের জন্য সুখবর, সারা ভারত জুড়ে ২০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ এর নতুন নোটিফিকেশন প্রকাশিত হলো। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে কেন্দ্রীয় Staff Selection CommissionCommission।
নিয়োগ করা হবে Combined Graduate Level Examination এর মাধ্যমে বিভিন্ন পদে। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, যোগ্যতা, বেতন বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো….
পদের নামঃ– Assistant Audit Officer & Assistant Accounts Officer
বয়সঃ– ৩০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতনঃ– Pay Level-8 অনুযায়ী 47600 টাকা থেকে 151100 টাকা পর্যন্ত।
যোগ্যতাঃ– যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে চাটার্ড একাউন্টেন্ট/ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ করে থাকতে হবে।
পদের নামঃ– Assistant Section Officer, Inspector of Income Tax, Inspector, (Central Excise), Inspector (Preventive
Officer), Inspector (Examiner), Assistant Enforcement
Officer, Sub Inspector, Inspector Posts, Inspector
বয়সঃ- ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতনঃ– Pay Level-7 অনুযায়ী 44900 টাকা থেকে 142400 টাকা পর্যন্ত বেতন রয়েছে।
যোগ্যতাঃ– যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করা থাকলেই আবেদন করতে পারবেন।
পদের নামঃ- Assistant, Divisional Accountant, Sub Inspector, Sub-Inspector/ Junior
Intelligence Officer
যোগ্যতাঃ– যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।
বয়সঃ- ৩০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতনঃ– Pay Level-6 অনুযায়ী 35400 টাকা থেকে শুরু করে 112400 টাকা পর্যন্ত বেতন রয়েছে।
পদের নামঃ– Junior Statistical Officer
বয়সঃ– ৩২ বছরের মধ্যে বয়স থাকতে হবে, সরকারি নিয়ম অনুযায়ী বয়স এর ছাড় রয়েছে।
বেতনঃ– Pay Level-6 অনুযায়ী 35400 টাকা থেকে 112400 টাকা পর্যন্ত বেতন রয়েছে।
যোগ্যতাঃ– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ সঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরে অংকে অন্তত ৬০ শতাংশ নাম্বার পেয়ে পাশ করে থাকতে হবে। অথবা, স্ট্যাটিস্টিক্স বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
পদের নামঃ– Auditor, Accountant, Junior
Accountant
যোগ্যতাঃ– যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।
বেতনঃ– Pay Level-5 অনুযায়ী 29200 টাকা থেকে শুরু করে 92300 টাকা পর্যন্ত মাসে মাসে।
বয়সঃ– বয়স থাকতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী বয়স এর ছাড় রয়েছে।
পদের নামঃ- Postal Assistant/ Sorting
Assistant, Senior Secretariat
Assistant/ Upper Division
Clerks, Senior Administrative
Assistant, Tax Assistant, Sub-Inspector, Upper Division Clerks
যোগ্যতাঃ– যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।
বয়সঃ– বয়স থাকতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে, সরকারি নিয়ম অনুযায়ী বয়স এর ছাড় রয়েছে।
বেতনঃ– Pay Level-4 অনুযায়ী 25500 টাকা থেকে শুরু করে 81100 টাকা পর্যন্ত মাসে মাসে বেতন রয়েছে।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। https://ssc.nic.in/ এই ওয়েবসাইটে এসে প্রার্থীকে নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, বয়স, যোগ্যতা ও পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদন ফিঃ– General & OBC প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা দিতে হবে অনলাইনে।কিন্তু SC, ST, শারীরিক প্রতিবন্ধী, অবসরপ্রাপ্ত কর্মী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোপ্রকার আবেদন ফি জমা দিতে হবে না।
অনলাইন আবেদন লিংকঃ– Apply
SSC CGL 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতিঃ- দেখুন ভিডিও
SSC CGL Notification 2022 Download Link:- Download
আবেদনের শেষ তারিখঃ- SSC CGL 2022 Last Date ০৮/১০/২০২২
পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত জায়গায় গিয়ে প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন তা হলো- কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, দুর্গাপুর, বর্ধমান ও আসানসোল।
নিয়োগঃ– প্রার্থী নিয়োগ করা হবে মোট ২টি ধাপে পরীক্ষার মাধ্যমে। টায়ার- ১ ও টায়ার- ২, পরীক্ষা হবে কম্পিউটার বেসড পরীক্ষা। এছাড়াও ডাটা এন্ট্রি স্পিড টেস্ট হবে।
SSC CGL Syllabus 2022:-
1)জেনারেল ইনটেলিজেন্স এন্ড রিজনিং।
2) জেনারেল অ্যাওয়ারনেস।
3) কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড।
4) ইংলিশ কম্প্রিহেনশন।
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক