SSC Supreme Court News: সুপ্রিম কোর্টের রায়ে বড় ধাক্কা, বাতিল ২৫ হাজার এসএসসি চাকরি!

Ealiash Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

সুপ্রিম কোর্টের রায়ে বাতিল ২৫ হাজার চাকরি। এরমধ্যেই এসএসসি (SSC) নিয়োগে কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্টের কড়া সিদ্ধান্ত। আদালতের রায়ে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করা হয়েছে, যার ফলে প্রায় ২৫ হাজার চাকরি বাতিল হয়ে গেল। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে নতুন প্যানেল গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিচারপতি সঞ্জয় কুমার এবং সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। আদালত জানায়, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল, যা তদন্তে প্রমাণিত হয়েছে। তাই নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

:Highlight:

1.যে সংখ্যা ফাঁকা থাকছে সেখানে SSC 2016 তে যারা Apply করেছিলেন সেই ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে।

2.যাদের বয়স বেরিয়ে গেছে তাদের বয়সে ছাড় দেওয়া হবে যাতে পরবর্তী চাকরিতে বসতে পায়।

3.যে সমস্ত চাকরিজীবীকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা গেছে তাদের 4 বছরের মাইনে পুরো টাকা ফেরত দিতে হবে।

4.এই চাকরির আগে যারা অন্য চাকরি করতো তাদের সেই চাকরিতে 3 মাসের মধ্যে জয়েন করার সুযোগ করে দিতে হবে।

————

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়ার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি। অবশেষে বৃহস্পতিবার মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। এই রায়ে বিপাকে পড়েছেন ২০১৬ সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া প্রার্থীরা। এখন নতুন প্যানেল গঠনের পর নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

https://twitter.com/ANI/status/1907665054985781630?t=mgRYyWSJF73N4QahnRixqw&s=09

Related News