স্কলারশিপের টাকা এখনো না পেলে দেখুন, কারা টাকা পাবেন না জানিয়ে দেওয়া হলো

Published By: MD 360 NEWS | Updated:

রাজ্য সরকার ও কেন্দ্র সরকার পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ চালু করেছেন। তার মধ্যে রাজ্য সরকারের একটি স্কলারশিপ সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)। Aikyashree Scholarship পোর্টাল থেকেই আবার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদন করতে পারেন, সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি যদি স্কলারশিপ (Scholarship 2023) -এ আবেদন করে থাকেন, তাহলে দেখে নিতে পারবেন আপনার টাকা কবে আসবে, নাকি টাকা আসেনি Bank Account। যদি টাকা না আসে তাহলে কেস্কলারশিপেরন টাকা আসলো না,তা বিস্তারিত জানতে পারবেন আজকের প্রতিবেদনে।

Aikyashree Scholarship Status Check Online:-

১) প্রথমে আপনাকে Aikyashree Portal এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Student Area তে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Track Application এ ক্লিক করে,আপনার আইডি, জন্ম তারিখ ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৪) এরপর দেখে নিন আপনার আবেদন কতদূর পর্যন্ত ভেরিফাই হয়েছে-
ক) শিক্ষাপ্রতিষ্ঠান
খ) ব্লক
গ) জেলা
ঘ) রাজ্য
ঙ) Bank Account Match
চ) লট নং
ছ) টাকা ক্রেডিট।
৫) যদি Lot Generation Failed চলে আসে তাহলে বুঝতে আপনি একের অধিক আবেদন করেছেন স্কলারশিপে।তাই এটি বাতিল করে দেওয়া হয়েছে।

স্কলারশিপ টাকা না পেলে করনীয় কিঃ-

১) Aikyashree Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।

২) এরপর Student Area তে ক্লিক করুন।
৩) যদি Bank Account Failed / Bank Account Not Match স্ট্যাটাস এ দেখা যায়,তাহলে Bank Account Update for (Failed Payment/Invalid Bank account) এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে আইডি দিয়ে লগইন করে সঠিক একাউন্ট নাম্বার বসিয়ে দিন ও পাশবই আপলোড করুন।
৫) এছাড়াও আপনি ঐক্যশ্রী পোর্টালে এসে MAY I HELP YOU ? এ ক্লিক করে আইডি বসিয়ে লগইন করে আপনার সমস্যা জানাতে পারবেন।

Aikyashree Scholarship Website Link:- ক্লিক

PHONE (TOLL FREE): 1800-120-2130