ট্যাব কেনার ১০ হাজার টাকা আজ থেকে দেওয়া শুরু, কারা কারা পাবে?
অবশেষে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর।রাজ্যের উচ্চ মাধ্যমিক পাঠরত পড়ুয়াদের অ্যাকাউন্টে আসতে চলেছে ট্যাব কিংবা স্মার্ট ফোন কেনার টাকা।
আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগের এক অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে ট্যাব কেনার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার পরেই মাথাপিছু ১০ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। ২০২৩ সালে প্রায় ১০ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক দিতে পারে। দুপুর ১২টা থেকে শুরু হতে চলা এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা অনুদান দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজ্যের ১০ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী মুখ্যমন্ত্রীর মমতার “তরুণের প্রকল্পে” এর লাভ পাবেন।
অনলাইন নির্ভর পড়াশোনার জন্য রাজ্য সরকার অনুমোদিত স্কুল ও মাদ্রাসায় পাঠরত দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেওয়া হচ্ছে, যাতে তারা পছন্দমতো ট্যাব বা স্মার্টফোন কিনে নিতে পারে।
ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তাই যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড নাম্বার লিংক না থাকে তাহলে সমস্যা হতে পারে।
তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এর সাথে আধার কার্ড নাম্বার লিংক করে রাখুন।
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক