স্কলারশিপ

বিদ্যাসারথী স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি, সবার জন্য

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

বিদ্যাসারথী স্কলারশিপ 2022 (Vidyasaarathi Scholarship) :-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিদ্যাসারথী স্কলারশিপ হলো একটি অত্যন্ত জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ। এখানে ক্লাস ১ থেকে ১২ অর্থাৎ স্কুল লেভেল, কলেজ,বিশ্ববিদ্যালয়,ডাক্তার, নার্সিং, D.El.Ed & B.Ed, পলিটেকনিক, ITI, Diploma ইত্যাদি যেকোনো কোর্সে পড়াশোনা করলেই আপনি আবেদন করতে পারবেন। বিদ্যাসারথী স্কলারশিপ এর মাধ্যমে বিভিন্ন নামিদামি কোম্পানিগুলো পড়ুয়াদের বৃত্তি প্রদান করা হয়। এই স্কলারশিপ পাওয়া যায় ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা এছাড়াও ১ লক্ষ টাকা অবধি বৃত্তি পাওয়া যায় এখানে আবেদন করলে।

আবেদন করার শর্তঃ-

১) এখানে ভারতের যেকোনো পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
২) এখানে SC/ST/OBC/GEN কিছু নেই, সমস্ত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
৩) আবেদন করতে হবে অনলাইনে।
৪) আবেদন করার জন্য নূন্যতম ৩৩% নাম্বার পেয়ে পাশ করতে হবে।
৫) পারিবারিক বার্ষিক আয় যেকোনো হলেই আবেদন করতে পারবেন।

বিদ্যাসারথী স্কলারশিপ ডকুমেন্টসঃ

1) Applicant Photo
2) Proof of Identity
3) Proof of Address
4) Proof of Income
5) Student Bank passbook/Kiosk
6) 10th Marksheet
7) Current year fees receipts
8) Admission Letter / Bonafide certificate from institute


9) Latest College/School Marksheets (Except first year students)
All documents uploaded shall be clear and must be in .jpeg .png file only

Vidyasaarathi Scholarship 2022 Online Apply Bengali:-

১) প্রথমে আপনাকে Vidyasaarathi স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর APPLY FOR SCHOLARSHIP এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে নাম, মোবাইল নাম্বার, জিমেইল আইডি ও পাসওয়ার্ড একটি পছন্দ মতো বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৪) এরপর জিমেইল এ একটি Activation Link যাবে সেখানে ক্লিক করে Application Active করুন।
৫) এরপর জিমেইল আইডি ও যে পাসওয়ার্ড তৈরি করেছেন, তা বসিয়ে দিয়ে লগইন করুন।
৬) এরপর Profile এ ক্লিক করুন।
৭) এখানে ৩ টি ভাগ আছে Student Details, Current Academic Details & Education Details, এখানে পড়ুয়ার ফটো আপলোড করুন, ঠিকানা, জন্ম তারিখ, ভর্তির রসিদ, ব্যাঙ্ক পাশবই, শেষ পরীক্ষার মার্কশীট ইত্যাদি আপলোড ও লিখে দিয়ে সাবমিট করতেই পরবর্তী পেজে কোন স্কলারশিপ এর জন্য যোগ্য রয়েছেন তা চলে আসবে।
৮) এরপর Apply এ ক্লিক করলেই আবেদন হয়ে যাবে। এরপর Dashboard থেকে দেখে নিন আবেদন এর Status, Approved হয়েছে নাকি বাতিল হয়েছে।

Vidyasaarathi Scholarship 2022 Online Apply Last Date:- Vidyasaarathi Scholarship Last Date 2022 যেই স্কলারশিপ এ আবেদন করবেন, তার পাশেই তা দেওয়া রয়েছে দেখে নিন।

Vidyasaarathi স্কলারশিপ অনলাইন আবেদনঃ- ভিডিও লিংক

Vidyasaarathi Scholarship Website:-

Apply

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button