মাধ্যমিক পাশে খাদ্য দপ্তরে Food SI নিয়োগ,দেখুন আবেদন পদ্ধতি
PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL এর তরফ থেকে মাধ্যমিক পাশ যোগ্যতায় Food SI পদে কর্মী নিয়োগ এর নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হলো। মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে-মেয়ে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে, ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কি রয়েছে, আবেদনের শেষ তারিখ কি,নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নামঃ– ফুড সাব ইন্সপেক্টর(Food SI)।
যোগ্যতাঃ– মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতনঃ– Pay Level 6 অনুয়ায়ী 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত মাসে মাসে বেতন রয়েছে।
শূন্যপদঃ– মোট 480 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
বয়সঃ– ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। বয়স হিসেব করা হবে ০১/০১/২০২৩ অনুয়ায়ী।সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন ফিঃ– Food SI From Fill Up করার জন্য জেনারেল প্রার্থীদের 110 টাকা করে জমা করতে হবে। আর SC/ST/PwBD প্রার্থীদের আবেদন ফি জমা করতে হবে না।
প্রশ্নের ধরনঃ– ফুড সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ এর পরীক্ষা হবে MCQ ভিত্তিক।
পরীক্ষার সেন্টার ও কোড নাম্বারঃ– 11–Kolkata, 12–Baruipur, 13–Diamond Harbour, 14–Barrackpore,
15–Barasat, 16–Howrah, 17–Chinsurah, 18–Burdwan, 19–Durgapur,
20–Medinipur, 21–Tamluk, 22–Bankura, 23–Purulia, 24–Jhargram, 25-Suri,
26–Krishnanagar, 27–Berhampore, 28-Malda,29–Balurghat, 30-Raigunj,
31-Jalpaiguri, 32-Alipurduar, 33-Coochbehar, 34-Siliguri, 35-Kalimpong and 36-Darjeeling.
আবেদন পদ্ধতিঃ– Food SI From Fill Up করতে হবে অনলাইনে। এরজন্য wbpsc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রথমত নাম,বাবার নাম,মায়ের নাম,মোবাইল নাম্বার, জন্ম তারিখ ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইন আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ– নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট এর মাধ্যমে।
অনলাইন আবেদন শুরু হয়েছেঃ- ২৩ আগস্ট ২০২৩
আবেদনের শেষ তারিখ(Food SI From Fill Up Last Date):- ২০ সেপ্টেম্বর ২০২৩।
সিলেবাসঃ–
অনলাইন আবেদন লিংকঃ- Click
অফিসিয়াল নোটিফিকেশনঃ- Download
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন