WB TET 2023 Result Check Link: কিভাবে WB TET 2023 রেজাল্ট ও উত্তর পত্র দেখবেন, দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অবশেষে আজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হলো ২০২৩ সালের টেট পরীক্ষার রেজাল্ট (WB TET 2023 Result)। পর্ষদের তরফ থেকে আজ নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, মোট ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন আবেদন করেছেন ২৪শে ডিসেম্বর ২০২৩ সালের টেট পরীক্ষায়।তার মধ্যে পরীক্ষা দিয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ১৪৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭৫৪ জন পরীক্ষার্থী।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে TET 2023 Result Check করবেন অনলাইনে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে। ২০২৩ সালের টেট পরীক্ষায় ১ থেকে ১০ এর মধ্যে Rank করেছে মোট ৬৪ জন পরীক্ষার্থী। তাদের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নং, জেলা ও প্রাপ্ত নাম্বার সহ ক্যাটাগরি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

WB TET 2023 Final Answer Key Download

TET 2023 Answer Key কিভাবে ডাউনলোড করবেন, দেখুন:
১) প্রথমে আপনাকে WBBPE এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি পোর্টালে আসতে পারবেন।

২) এরপর Menu > Notice এ ক্লিক করুন।
৩) এরপর FINAL ANSWER KEYS OF TET-2023 এ ক্লিক করুন।
৪) TET 2023 Answer Key Download হয়ে যাবে, এখন Open করুন।
৫) এরপর Question Booklet Number অনুযায়ী উত্তর দেখে নিন।

WB TET 2023 Answer Key Download Link:- Download

WB TET 2023 Result Check Link / How To Check TET 2023 Result West Bengal

১) প্রথমে আপনাকে WBBPE এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি পোর্টালে আসতে পারবেন।

২) এরপর TEACHER ELIGIBILITY TEST 2023 (TET-2023) এখানে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Check Result এ ক্লিক করুন।
৪) এরপর রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ উল্লেখ করে Check Result এ ক্লিক করুন।
৫) এরপর দেখে নিন রেজাল্ট ও কত নাম্বার পেয়েছেন ও TET Qualified নাকি Not Qualified ইত্যাদি সমস্ত কিছু দেখতে পারবেন।

WB TET 2023 Result Check Link:- Click Now

WB TET 2023 Result Check Website: Result Link

হাইলাইটস

পরীক্ষাঃ ২৪/১২/২০২৩ তারিখ
মোট আবেদনঃ- ৩০৯০৫৪ জন
পরীক্ষার্থীর সংখ্যাঃ- ২৭৩১৪৭ জন
পাশঃ ৬৭৫৪ জন
১ থেকে ১০ র‍্যাঙ্কঃ- ৬৪ জন

Related News