টেক টিপস

নতুন বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন পদ্ধতি দেখুন, কত টাকা ও ডকুমেন্টস লাগবে?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আপনি যদি আপনার নামে নতুন বিদ্যুৎ মিটার কানেকশন নিবেন বলে ভাবছেন, তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আপনি এখন খুব সহজেই বাড়িতে বসে নতুন মিটার অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে? কতোটাকা খরচ হবে? বিস্তারিত আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্য সরকারের তরফ থেকে “হাসির আলো” প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আপনি বিদ্যুৎ খরচ করতে পারবেন। তবে অবশ্য এর জন্য আপনাকে ৩ মাসের মধ্যে ৭৫ ইউনিট এর কম খরচ করতে হবে।তাহলেই আপনাকে আর বিদ্যুৎ এর বিল দিতে হবে না।

WBSEDCL New Connection Online Apply Commercial / Domestic 2022:-

১) এরজন্য আপনাকে প্রথমে WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Online Application এ ক্লিক করুন।
) এরপর New Connection > LT Others এ ক্লিক করে এগিয়ে যান।
) পরবর্তী পেজে User Name & Password বসাতে হবে, যেহেতু আপনি নতুন তাই New User এ ক্লিক করে নাম,মোবাইল নাম্বার, জিমেইল আইডি ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
৫) আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার হলো আপনার User Name আর পাসওয়ার্ড যেটি দিয়েছেন তা বসিয়ে দিয়ে লগইন করুন।


৬) লগইন করতেই ২ টো আপশন দেখা যাবে। ১ টি সাধারণ মানুষদের জন্য Individual। আর অপরটি Commercial মিটার এর জন্য। আপনার যেটি দরকার তা সিলেক্ট করে এগিয়ে যান।
) এরপর আপনার জেলার নাম, নিকটবর্তী বিদ্যুৎ অফিসের ঠিকানা, আপনার ঠিকানা, মিটার যেই জায়গায় বসাবেন তার ঠিকানা, কত ওয়ার্ড এর মিটার লাগবে তা বসিয়ে দিয়ে সাবমিট করুন।
) এরপর ডকুমেন্টস আপলোড এর অপশন আসবে আপনি চাইলে তা আপলোড করতে পারেন কিংবা নাও করতে পারেন।
) এরপর আপনার সামনে একটি Application Number সহ একটি Application Copy চলপ আসবে, আমরা যা যা আবেদন করলাম।


১০) এখন আপনাকে Quotation Letter ডাউনলোড করে নিতে হবে। সেখানেই Download Quotation Letter এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
১১) এরপর আপনাকে পেমেন্ট করতে হবে।কতটাকা পেমেন্ট করতে হবে তা আপনি Quotation Letter এ পেয়ে যাবেন। New Connection E-Pay তে ক্লিক করে আপনাকে Payment করতে হবে।
১২) এরপর Payment Receipt এ ক্লিক করে Receipt কপি ডাউনলোড করতে পারবেন।
১৩) আপনার আবেদন কতদূর পর্যন্ত কি হলো তার Status Check করার জন্য New Connection Application Status এ ক্লিক করে Status Check করুন।

WBSEDCL New Connection Online Apply:- Link

WBSEDCL New Connection Online Apply 2022:- Link

WBSEDCL New Connection Online Apply Video:- দেখুন 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক

Related Articles

Back to top button