WBSSC Special Education Teacher Recruitment Notification 2025: পশ্চিমবঙ্গে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ ২০২৫ – TET ও SLST বিজ্ঞপ্তি প্রকাশিত

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC) এর পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে জানানো হয়েছে যে, Teacher Eligibly Test (TET) 2025 এবং 1st SLST 2025 অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার মাধ্যমে সরকার পোষিত কিংবা সরকার সাহায্যপ্রাপ্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্পেশাল এডুকেশন শিক্ষক (Special Education Teacher Recruitment 2025) পদে নিয়োগ করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের প্রতিবেদনে দেখে নিন পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত নোটিশে কি বলা হয়েছে, কত গুলো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে আবেদন, কতদিন পর্যন্ত চলবে এই ফরম পূরণ ইত্যাদি বিস্তারিত দেখে নিন আজকের প্রতিবেদনে।

পদের নাম: স্পেশাল এডুকেশন টিচার (TET 2025 ও 1st SLST 2025)।

মোট শূন্যপদ: WBSSC এর তরফ থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, সর্বোমোট 1941 টি শূন্যপদে (ইঙ্গিতপূর্ণ সংখ্যা) নিয়োগ করা হবে Special Education Teacher পদে।

স্কুলের ধরণ: সরকারি সাহায্যপ্রাপ্ত কিংবা সরকার পোষিত (Upper Primary, Secondary ও Higher Secondary) শিক্ষা প্রতিষ্ঠানে স্পেশাল এডুকেশন টিচার পদে নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছেঃ

  • ক) সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী (07.03.2025 তারিখের রায় অনুসারে), পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে।
  • খ) এই শিক্ষকরা বিশেষভাবে Special Needs বা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পড়ানোর জন্য নিযুক্ত হবেন।
  • গ) নিয়োগ হবে Upper Primary, Secondary এবং Higher Secondary লেভেলে।
  • ঘ) ইতিমধ্যে যাদের বৈধ TET সার্টিফিকেট আছে, তারাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। এরজন্য WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আরও বিশদে জানতে কমিশনের অফিসিয়াল পোর্টাল ফলো করুন।

আবেদন শুরু: নোটিশে জানানো হয়েছে 01 সেপ্টেম্বর 2025, বিকেল 5টা থেকে আবেদন শুরু হবে।

আবেদনের শেষ তারিখ: Special Education Teacher Apply Last Date – 24 সেপ্টেম্বর 2025, বিকেল 5টা পর্যন্ত।

আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: আবেদনকারী প্রার্থীদের 24 সেপ্টেম্বর 2025 রাত 11:59টা পর্যন্ত অনলাইন পেমেন্ট ফি জমা করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে: 31 আগস্ট 2025 তারিখে WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইটে, বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

WBSSC Official Website Link:- Click

Related News