খাদ্য দপ্তরে সরকারি চাকরি, দেখুন কিভাবে আবেদন করবেন অনলাইনে 2022
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সমস্ত ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তর থেকে কন্ট্রাক্টচুয়াল এবং অস্থায়ী বেসিসে 21টি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।ইচ্ছুক প্রার্থীরা নিম্নে উল্লিখিত পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন-
পদের নাম– Technical support Personnel(IMPDS)
শূন্যপদ:-21টি
বেতন:-INR 40,000/-
যোগ্যতা:-
১.শিক্ষা:ফার্স্ট ক্লাস MCA বা ফার্স্ট ক্লাস B.E/B. Tech/M.Sc in IT/Computer
২.বয়স:১৮ থেকে ৪০বছরের মধ্যে হতে হবে।
২.কাজের অভিজ্ঞতা: সফ্টওয়্যার ডিজাইন,ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন ও ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এর প্রমাণিত ট্র্যাক রেকর্ড,বিশেষ করে ডট নেট এ।
আরও চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক
৩.অভিজ্ঞতা:কমপক্ষে 5বছর সফ্টওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করার ক্ষেত্রে তথ্য বিশ্লেষণের বিশেষ দক্ষতা সম্পন্ন হতে হবে।
UI expert,UI designer,Database Management,MIS and reports,tableau, Network administration, networking ইত্যাদি জানা আবশ্যক।
প্রযোজ্য নথিপত্র:-
১.জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের এডমিট কার্ড
২.ভোটার কার্ড বা পাসপোর্ট
৩.শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সমূহ
৪.অভিজ্ঞতার প্রমাণপত্র সমূহ
আবেদনের তারিখ:-এই পদে আবেদনের জন্য আবেদন শুরু হয়েছে 21/12/2021তারিখ থেকে এবং আবেদনের শেষ
তারিখ-05/01/2022(11:59pm)
আবেদন পদ্ধতি– আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। http://warehoushingwb.com/itperdonnel এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নির্বাচন পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতার নম্বর,কাজের অভিজ্ঞতা এবং কোডিং টেস্ট এবং ইন্টারভিউর এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
Online Apply Link:- Apply
Official Notification:- ডাউনলোড