WB Job 2024: রাজ্যে নতুন চাকরি এই যোগ্যতা থাকলে,পরীক্ষা ছাড়াই! দেখুন আবেদন পদ্ধতি!
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন Office Of The district Magistrate থেকে। এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই প্রতিবেদনটি আগে সম্পূর্ণ ভালো ভাবে পড়ে ফেলুন।
নিয়োগ করা হবে Doctor পদে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে।দেখে নিন এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি উল্লেখ করা হয়েছে, বয়স কত চাওয়া হয়েছে, বেতন কত দেওয়া হবে আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে।
Doctor পদে আবেদন করার জন্য বয়স সীমা উল্লেখ করা হয়েছে 24 থেকে 40 বছর বয়সের মধ্যে। এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের বেতন দেওয়া হবে 9930.00 টাকা করে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
Doctor পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে, MBBS করা থাকতে হবে।
এই পদে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর দিন Bio-Data ও সমস্ত ডকুমেন্টস অরিজিনাল ও জেরক্স সহকারে নির্দিষ্ট ঠিকানায় 17ই জানুয়ারি উপস্থিত হতে হবে, আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
Notification Download Link:- Download