রাজ্যে মাধ্যমিক পাশ যোগ্যতায় গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে ইচ্ছুক প্রার্থীরা খুব সহজেই আবেদন করতে পারবেন। গ্রুপ ডি কর্মী নিয়োগ এর এই নোটিফিকেশনে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কি রয়েছে, নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নামঃ- সুপারেনটেনডেন্ট
যোগ্যতাঃ– যে কোন বিষয়ে স্নাতক পাশ করা থাকতে হবে।
বেতনঃ– ১২ হাজার টাকা প্রতি মাসে।
বয়সঃ– ০১/০১/২০২৩ অনুয়ায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
পদের নামঃ– মেন্ট্রন
যোগ্যতাঃ– মাধ্যমিক পাশ।
বেতনঃ– ৮ হাজার টাকা প্রতি মাসে।
বয়সঃ– ০১/০১/২০২৩ অনুয়ায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতিঃ– সুপারেনটেনডেন্ট, মেন্ট্রন পদে আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য নিচে দেওয়া আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে ফিলাপ করে, উপযুক্ত ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
বিঃদ্রঃ– একজন প্রার্থী একটি মাত্র পদের জন্যই আবেদন করতে পারবেন। ২টো পদেই আবেদন করতে পারবেন না।
ডকুমেন্টসঃ–
১) আবেদন ফর্ম।
২) ২ কপি সাম্প্রতিক তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো।
৩) বয়সের প্রমাণ পত্র হিসাবে – মাধ্যমিক এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট। (Self Attested)
৪) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট / মার্কশীট। (Self Attested)
৫) জাতিগত শংসাপত্র (যদি থাকে) দিতে হবে,বয়সের ছাড়ের জন্য।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ– The Office of the PO-cum-DWO, BCW & TD, Siliguri, Shivmandir. P.O Kadamtala, Dt-Darjeeling, PIN-734011
আবেদনের শেষ তারিখঃ– 15/09/2023 বিকেল ৫ টা পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইটঃ- ক্লিক
নোটিফিকেশন ও ফর্মঃ- ডাউনলোড
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন