চাকরি

WB Guest Teacher Job 2024: রাজ্যে Guest Teacher নিয়োগ করা হচ্ছে 2024,দেখুন আবেদন পদ্ধতি?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

West Bengal Guest Teacher Job 2024: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! রাজ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে Guest Teacher পদে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, Dharmada Govt. P.T.T. Institute থেকে। নিয়োগ করা হচ্ছে Guest Lecturer ও Guest Teacher পদে। ইতিমধ্যেই উক্ত পদে আবেদন শুরু হয়েছে, দেখে নিন কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে মাসিক বেতন রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে? বিস্তারিত ভালো ভাবে দেখুন আজকের প্রতিবেদনে।

উপরে উল্লেখিত দুটি পদেই আবেদন করার জন্য আবেদন কারী প্রার্থীদের বয়স থাকতে হবে, 01/07/2024 তারিখ অনুযায়ী হিসেব করে সর্বোচ্চ 64 বছর বয়সের মধ্যে।

Guest Lecture in Science এবং Guest teacher in Music পদে কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী কর্মরত চাকরি প্রার্থীদের বেতন থাকবে।

উল্লেখিত পদ দুটিতে আবেদন করার জন্য অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে NCTE এর নিয়ম অনুযায়ী।

আরও দেখুনঃ রাজ্যে অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে চাকরি, দেখুন আবেদন পদ্ধতি! 

নিয়োগ করা হচ্ছে উক্ত পদে চুক্তিভিত্তিক ভাবে। ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীকে আবেদন করতে হবে অফলাইনে। সরাসরি নির্দিষ্ট ঠিকানায় গিয়ে কিংবা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন ফর্ম ও সংশ্লিষ্ট নথি পাঠিয়ে দিতে হবে 02/08/2024 তারিখের মধ্যে। আবেদন করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ থেকে বিস্তারিত ভালো করে দেখে নিন।

West Bengal Guest Teacher Job Vacancy 2024: Download

Khalek Rahaman

দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে নিবিড়ভাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে স্নাতকোত্তর পড়াশোনা করছেন। পাশাপাশি, তুলনামূলক সাহিত্য নিয়ে গবেষণার মাধ্যমে জ্ঞানচর্চা চালিয়ে যাচ্ছেন। রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরি, স্কলারশিপ এবং বিভিন্ন প্রকল্পের আপডেট পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা তৎপর।

Related Articles

Back to top button