পশ্চিমবঙ্গের ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের জন্য সুখবর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। যেখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে ছেলে-মেয়ে সবাইকে, প্রচুর শূন্যপদে নিয়োগ চলছে।
আবেদন করতে হবে অনলাইনে। কি কি ডকুমেন্টস লাগবে, যোগ্যতা কি রয়েছে, আবেদন পদ্ধতি ইত্যাদি সবকিছু নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নামঃ– কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট- Community Health Assistant
বেতনঃ– প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৩ হাজার টাকা করে।
বয়সঃ– ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। বয়স হিসাব করা হবে ০১/০১/২০২২ তারিখের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
শূন্যপদঃ– ১২২টি
যোগ্যতাঃ– আবেদনকারীকে অবশ্যই West Bengal Nursing Council রেজিস্ট্রিকৃত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM/GNM কোর্স পাশ করা থাকতে হবে পাশাপাশি বাংলা ভাষায় যথেষ্ট দক্ষ থাকতে হবে। প্রার্থীকে পশ্চিম বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। অনলাইন আবেদন করার পর সেই আবেদন কপি ও পেমেন্টের রিসিভ কপি অফিসের ঠিকানায় পাঠাতে হবে রেজিস্ট্রার পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে।
ডকুমেন্টসঃ–
১)পরিচয় পত্র হিসাবে – পাসপোর্ট/আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড।
২) ঠিকানার প্রমান হিসাবে- ভোটার কার্ড / রেশন কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৪) ANM/GNM সার্টিফিকেট।
৫) জাতিগত শংসাপত্র। ( যদি থাকে) ইত্যাদি ডকুমেন্টস।
আবেদন ফিঃ SC/ST/OBC দের ক্ষেত্রে 50 টাকা লাগবে আর বাকিদের জন্য ১০০ টাকা করে। পেমেন্ট করতে হবে UPI Id এর মাধ্যমে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ– অনলাইনে আবেদন করার পর সমস্ত ডকুমেন্টসে সই করে পাঠিয়ে দিতে হবে Speed Post/ Registered Post/ Courier to “The CMOH & Member Secretary, Office of the CMOH, Kalyanpur Satellite Township, Asansol Paschim Bardhaman, Pin 713305”, ১৯ শে জুলাই এর মধ্যে আর আবেদনের শেষ তারিখ ১১ জুলাই।
Official Website:- চেক
Notification:-
ডাউনলোড
আরও চাকরির খবর:- দেখুন
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক