শিক্ষা

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 চেক করার সময় পরিবর্তন করলো পর্ষদ, নতুন সময় দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

হাতে গোনা আর কয়েকটা দিন। তারপরই প্রকাশিত রাজ্যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022। ৩ তারিখ এর নোটিশে পর্ষদ এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১০ জুন শুক্রবার সকাল ১১ টায় প্রকাশিত হবে আনুষ্ঠানিক ভাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022। আর এরপর ১১ টা ৩০ মিনিট থেকে পরীক্ষার্থীরা মোবাইলে তাদের রেজাল্ট বিভিন্ন ওয়েবসাইটে ও App ও মেসেজ এর মাধ্যমে দেখতে পারবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর ইতিমধ্যেই সবথেকে বড়ো আপডেট। পর্ষদ এর তরফ থেকে অফিসিয়ালি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো যে, আগামী ১০শে জুন সকাল ১১ টা ৩০ মিনিট নয়। দুপুর ১২ টার দিকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 চেক করতে পারবেন পরীক্ষার্থীরা বিভিন্ন ওয়েবসাইটে ও App ও মেসেজ এর মাধ্যমে।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 কিভাবে চেক করবে ( How To Check HS Result 2022 Online In Mobile):-

১) প্রথমে আপনাকে wbresult এট অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর উপরে থাকবে West Bengal Council Of Higher Secondary Examination 2022 Result এর একটি লিংক। সেখানে ক্লিক করতে হবে।
৩) এরপর পরবর্তী পেজে রোল নাম্বারনও রেজিষ্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করতেই রেজাল্ট চলে আসবে।

Website Link:- https://wbresults.nic.in/

https://www.exametc.com/

https://www.results.shiksha/

http://m.indiaresults.com/

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button