রাজ্যে মাধ্যমিক পাশে আশা কর্মী পদে নিয়োগ 2024,শতাধিক শূন্যপদে! দেখুন আবেদন পদ্ধতি?

Firdousi Begam
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে আবারও আশাকর্মী পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নিয়োগ করা হচ্ছে, রাজ্যে আপনার জেলার ব্লকে ব্লকে শতাধিক শূন্যপদে আশাকর্মী পদে। আশা কর্মী পদে চাকরি করতে ইচ্ছুক থাকলে, ঝটপট আবেদন করে ফেলুন নির্দিষ্ট সময়ের মধ্যে।

কিভাবে আবেদন করবেন এই(Asha Karmi) পদে,আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লি চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে, কতদিন পর্যন্ত আবেদন চলবে, আবেদনের শেষ তারিখ কবে? বিস্তারিত ভালো ভাবে দেখে নিন আজকের প্রতিবেদনে।

আশাকর্মী পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে,12/09/2024 তারিখ অনুযায়ী হিসেব করে 30 বছর বয়স থেকে 40 বছর বয়সের মধ্যে। এছাড়াও তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীরা সর্বনিম্ন 22 বছর বয়স থেকে আবেদন করতে পারবেন।

আশাকর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ। এই পদে মাসিক বেতন কি থাকবে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি, তবে সরকারি নিয়ম অনুযায়ী বেতন থাকবে।

আশাকর্মী পদে বিবাহিত / বিবাহ বিচ্ছিন্না / বিধবা মহিলা আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য আবেদন পত্র সঠিকভাবে ফিলাপ করে সমস্ত নথি সহ সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে 27/09/2024 তারিখের মধ্যে,রবিবার বাদে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, জলপাইগুড়ি জেলা থেকে। আরও বিশদে জানতে বিডিও অফিসে যোগাযোগ করুন।

More Information Link:- Check

Notification Download Link:- Click

Related News