ট্রেন্ডিং খবর

সোম থেকে রাজ্যে নতুন বিধিনিষেধ,কি কি খোলা ও বন্ধ দেখুন। লোকাল ট্রেন বন্ধ, স্কুল কলেজ বন্ধ

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

দিন দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ রুখতে তৎপর রাজ্য সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সংক্রমণ রুখতে একাধিক বিধি নিষেধের কথা ঘোষণা করলেন মুখ্যসচিব।সরকারি তরফ থেকে পাওয়া পূর্ববর্তি শেষ খবর অনুযায়ী 3রা জানুয়ারি এই বিধি নিষেধ সম্পর্কিত বৈঠক করার কথা ছিল।কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে বৈঠকের আগেই রাজ্যে কড়া বিধিনিষেধ চালুর নির্দেশ দেওয়া হলো।

রাজ্য জুড়ে ফের করোনা গ্রাফ উর্ধমুখী হচ্ছে, সাথে বাড়ছে ওমিক্রনে আক্রান্ত হওয়ার আশঙ্কাও।এমতাবস্থায় ভিড় এড়াতে সকল প্রকার জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করলো সরকার। আগামীকাল অর্থাৎ 3রা জানুয়ারি থেকে এইসব বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।

3রা জানুয়ারি থেকে কলকাতায় ব্রিটেনের সব ফ্লাইট আপাতত বন্ধ। সমস্ত প্রকার উড়ান বন্ধ।

বিদেশ থেকে আগত 10 শতাংশ যাত্রীর ১০ শতাংশ যাত্রীর আরটিপিসিআর টেস্ট করানো বাধ্যতামূলক।

সরকারি এবং বেসরকারি অফিসে 50 শতাংশ হাজিরার নির্দেশ।

প্রশাসনিক কাজে নিযুক্ত কর্মীদের 50 শতাংশের উপস্থিতি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প আপাতত ২  ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ।

কাল থেকে বন্ধ হচ্ছে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং স্টুডেন্টস উইক পালনে নিষেধাজ্ঞা।

শপিং মল, রেস্তোরাঁ,মার্কেট কমপ্লেক্স ইত্যাদিতে 50 শতাংশ গ্রাহক প্রবেশের অনুমতি।

বন্ধ থাকবে পার্ক, জিম, সুইমিং পুল,চিড়িয়াখানা, পর্যটন কেন্দ্র ইত্যাদির মতো জায়গা গুলি।

রাত 10টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল,রেস্তোরাঁ,থিয়েটার

মিটিং ও কন্ফারেন্সে থাকা যাবে ২০০ জন অথবা আসন সংখ্যার ৫০ শতাংশ।

সামাজিক, সাংস্কৃতিক জমায়ত ও বিয়েবাড়িতে ৫০ জনের বেশি লোক থাকা যাবে না।

শেষকৃত্যের অনুষ্ঠানে ২০ জনের বেশি অংশ নেওয়া যাবে না।

সন্ধে ৭টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে। মেট্রো রেলেও নেওয়া যাবে ৫০ শতাংশ যাত্রী।

রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত মানুষ, যানবাহন, জমায়েত নিষিদ্ধ। একমাত্র চালু থাকবে নিত্য প্রয়োজনীয় পরিষেবা।

কারখানা, মিল, চা বাগানে কড়াকড়ি ভাবে লাগু হবে করোনা আচরণবিধি। পরতে হবে সবাইকে মাস্ক, ব্যবহার করতে হবে স্যানিটাইজার। একমাত্র করোনার ২টি ডোজ নিয়েছেন এমন মানুষজনই কাজে যেতে পারবেন।

কোভিড পজিটিভ অথচ কোনও উপসর্গ নেই এমন মানুষজনকে ঘরেই আইসোলেশনে থাকতে হবে।

করোনা বিধি মেনে চালু থাকবে হোম ডেলিভারি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক 

Related Articles

Back to top button