WBMSC SLST Admit Download 2024: মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা এডমিট কার্ড ডাউনলোড 2024
মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার দিনক্ষন ঘোষণা করা হলো। আজ রবিবার (25/02/2024) নোটিশ প্রকাশ করে কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো সপ্তম স্টেট লেভেল সিলেকশন টেস্টের (সহকারী শিক্ষক) পরীক্ষার Admit Card কবে দেওয়া হবে।
7th SLST(AT) মেইন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, আগামী 3রা মার্চ 2024 তারিখ। পরীক্ষা শুরু হবে আগামী রবিবার সকাল 10 টা 30 মিনিট থেকে দুপুর 12 টা পর্যন্ত এবং দ্বিতীয় সেশনের পরীক্ষা শুরু হবে দুপুর 2 টা 30 মিনিট থেকে বিকেল 4 টা পর্যন্ত।
পরীক্ষার্থীরা IX-X এবং XI-XII – 7th SLST(AT) পরীক্ষার Admit Card Download করতে পারবেন আগামীকাল অর্থাৎ 26শে ফেব্রুয়ারী 2024 তারিখ থেকে। এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে আগামীকাল অর্থাৎ সোমবার সন্ধ্যা 6 টা থেকে। WBMSC SLST Admit Card 2024 Download করার জন্য পরীক্ষার্থীদের www.wbmsc.com এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার ও জিমেইল আইডিও চালু করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য। কোনো প্রার্থীর কিছু জানার থাকে তাহলে তারা WBMSC Helpline Number- 9874355112 কিংবা 9874355114 এ যোগাযোগ করতে পারবেন। এছাড়াও মেইল করে অভিযোগ জানাতে পারবেন helpdesk@wbmsc.com এই জিমেইল আইডিতে।
WBMSC SLST Admit Card Download 2024. WBMSC 7th SLST(AT) Admit Card Download 2024. WBMSC SLST IX-X and XI-XII Exam Admit Card Download 2024. wbmsc exam admit card download 2024
১) প্রথমে আপনাকে wbmsc এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Important Notice এর ওখানে দেখতে পারবেন 7th SLST(AT) 2023।
৩) এরপর তার নিচে থাকা Download Admit Card for 7th SLST(AT) এই লিংকে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে আপনার Application Id এবং জন্ম তারিখ উল্লেখ করে Admit Card Download করে নিন।
wbmsc slst admit card download 2024 Link:- Click