পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে বড় বদল ক্লাস ওয়ান থেকে সেমেস্টার পদ্ধতি চালু, কি বলা হয়েছে দেখুন বিস্তারিত!
২০২৫ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হতে চলেছে এই নতুন পদ্ধতি। ২০২৫ শিক্ষাবর্ষের নতুন নিয়ম অনুযায়ী, বছরে দু’বার পরীক্ষা হবে।
প্রাইমারি শিক্ষায় বড়সড় বদল আসতে চলেছে আগামী বছর থেকে। ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হতে চলেছে এই নতুন পদ্ধতি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান।
তিনি আরো জানান, বছরে দু’বার পরীক্ষা নেওয়ার এই নতুন নিয়ম শিক্ষা পড়ুয়াদের ছোট বয়স থেকেই প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।
রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এই নতুন নিয়ম শিক্ষার মানোন্নয়ন এবং পড়ুয়াদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০২৫ শিক্ষাবর্ষের নতুন নিয়ম অনুযায়ী, বছরে দু’বার পরীক্ষা হবে — প্রথম সেমিস্টার হবে জুন মাসে এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে।
পর্ষদের ঘোষণা অনুযায়ী, পুরো একবছরের শিক্ষাবর্ষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালের সিলেবাস অনুযায়ী হবে প্রথম সেমিস্টার এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় সেমিস্টার। পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনেই এই নিয়ম চালু হচ্ছে।
এই পদ্ধতির আওতায় গোটা পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে হবে পরীক্ষা এবং পর্ষদের ঠিক করে দেওয়া প্রশ্নপত্রে। এর পাশাপাশি পড়ুয়াদের মার্কশিটে নম্বরের সঙ্গে ক্রেডিট পয়েন্টও দেওয়া হবে। ক্রেডিট পয়েন্টের গুরুত্ব সর্বভারতীয় প্রতিযোগিতায় বিশেষভাবে গ্রহণযোগ্য হবে বলে জানান পর্ষদ।
সর্বভারতীয় প্রতিযোগিতার জন্য পড়ুয়াদের প্রস্তুত করতে রাজ্য সরকার, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সকল প্রাথমিক বিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।