ভারতীয় নির্বাচন কমিশন বিহারের পর এবার পশ্চিমবঙ্গে শুরু করতে যাচ্ছে, আগামী মাস থেকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) অর্থাৎ ভোটার কার্ডের বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি। যার মূল উদ্দেশ্য হলো ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার ভোটার তালিকা থেকে। আর প্রত্যেক ভোটারকে দিতে হবে উপযুক্ত ডকুমেন্টস, ডকুমেন্টস জমা না করলে নতুন সংশোধিত ভোটার লিস্ট থেকে নাম বাদ পরে যাবে। এর ফলে সরকারি সুযোগ সুবিধা সহ নানান জায়গায় সমস্যা সম্মুখীন হতে হবে।
পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জানুয়ারি SIR (Special Intensive Revision) হয়েছিল। আজকে ইলেকশন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের 2002 সালের সেই সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত করা হলো। যেখানে জেলা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক ও ভোটকেন্দ্র ভিত্তিক লিস্ট প্রকাশিত হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাদের কোনো ডকুমেন্টস জমা করতে হবে না, তবে অবশ্যই SIR Form Fill Up করতে হবে।
প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO যাবেন, এরপর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, তা সঠিকভাবে পূরণ করতে হবে ও উপযুক্ত নথি জমা করতে হবে। এছাড়াও যারা বাইরে রয়েছে কাজের সূত্রে তারা উপযুক্ত নথি সহকারে অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন।
পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড কিভাবে করবেন দেখুন / 2002 Voter List Kivabe Download Korbo / 2002 Saler Voter List Download / 2002 Voter List West Bengal
1) প্রথমে আপনাকে ceowestbengal.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।
2) এরপর Latest News এ থাকা Electoral Roll of SIR 2002 এ ক্লিক করুন।
3) এরপর আপনার জেলা বেছে নিন।
4) পরবর্তী পেজে বিধানসভা সিলেক্ট করুন ও ভোটগ্রহণ কেন্দ্র খুঁজে নিন।
5) এরপর পাশে থাকা Final Roll এ ক্লিক করে 2002 Voter List Download করুন। এখন দেখে নিন লিস্টে নাম রয়েছে কিনা।
West Bengal 2002 Voter List Download Website:- Click Now
ভোটার কার্ডের বিশেষ সংশোধন কর্মসূচি অর্থাৎ SIR প্রক্রিয়ায় থাকবে তিন ধরনের আবেদনকারী বা ভোটার। এখানে জন্ম তারিখ অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে, পাশাপাশি জন্ম তারিখ অনুযায়ী ভোটারদের ডকুমেন্টস কম/বেশি রয়েছে। নিম্নে বিস্তারিত দেখে নিন –
প্রথমত, 1 জুলাই 1987 সাল কিংবা তার আগে যে সকল ভোটারদের জন্ম হয়েছে, তাদের শুধুমাত্র নিজেদের একটি ডকুমেন্টস জমা করতে হবে। আর যদি এই (01/07/1987) জন্ম তারিখের মধ্যে থাকা ভোটারের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, তাহলে ডকুমেন্টস জমা করতে লাগবে না। আর না থাকলে নাম, নিচে উল্লেখিত 11 টি ডকুমেন্টসের মধ্যে একটি জমা করলেই হবে।
দ্বিতীয়ত, 1 জুলাই 1987 থেকে শুরু করে 02 ডিসেম্বর 2004 সালের মধ্যে যে সকল ভোটার ভারতে জন্মগ্রহণ করেছে, তাদের নিজেদের একটি ডকুমেন্টস লাগবে। সেটি হতে পারে জন্মের প্রমাণ কিংবা বয়সের প্রমাণ। এর পাশাপাশি দিতে হবে বাবা অথবা মা – যেকোনো একজনের একটি নথি (জন্মের বা বসবাসের প্রমাণপত্র), নিচে উল্লেখিত নথিপত্রের মধ্যে থেকে। তবে 2002 সালে ভোটার তালিকায় যদি বাবা/মায়ের নাম থাকে সেই লিস্টের পাতাটি দিলেই আর কোনো ডকুমেন্ট দরকার পরবে না বাবা/মায়ের।
তৃতীয়ত, 2 ডিসেম্বর 2004 সালে পর ভারতে জন্ম নেওয়া ভোটারদের যে সকল নথি লাগবে, তা হলো – নিজের জন্মের কিংবা বসবাসের প্রমাণপত্র। এর পাশাপাশি বাবা এবং মা উভয়েরই অর্থাৎ দুজনেরই জন্মের ও বসবাসের প্রমাণপত্র দিতে হবে। এই ক্ষেত্রেও 2002 সালের প্রকাশিত ভোটার তালিকায় যদি তাদের (বাবা ও মায়ের) নাম থাকে, তাহলে সেই তালিকার পাতাটি জমা দিতে হবে, ডকুমেন্টসপর প্রয়োজন পরবে না বাবা ও মায়ের। আর না থাকলে নিচে উল্লেখিত ডকুমেন্টস এর মধ্যে থাকা নথি জমা করতে হবে।
নিজেকে বৈধ নাগরিক বা ভোটার প্রমান করতে, SIR এর জন্য যেসকল নথি দরকার পরবে তা হলো –
1) যেকোনও কেন্দ্রীয়/রাজ্য সরকার/সরকারি সংস্থা (PSU)-এর স্থায়ী কর্মচারী বা পেনশনভোগীদের জন্য ইস্যু করা পরিচয়পত্র বা পেনশনের নথি ।
2) 01/07/1987 সালের আগে ভারত সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাঙ্ক/পোস্ট অফিস/LIC/সরকারি সংস্থা কর্তৃক ইস্যু করা কোনও পরিচয়পত্র/সার্টিফিকেট/নথি।
3) জন্ম সার্টিফিকেট (Birth Certificate)
4) পাসপোর্ট (Passport)।
5) স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যু করা মাধ্যমিক বা উচ্চশিক্ষার শংসাপত্র।
6) রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট (Permanent Residence Certificate)।
7) বন অধিকার শংসাপত্র (Forest Right Certificate)।
8) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা ওবিসি/এসসি/এসটি সার্টিফিকেট (Caste Certificate)।
9) National Register of Citizens (NRC), যদি সংশ্লিষ্ট রাজ্যে থেকে থাকে অর্থাৎ NRC নথি।
10) রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত পারিবারিক রেজিস্টার (Family Register) শংসাপত্র।
11) সরকার কর্তৃক ইস্যু করা জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র।