পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে ফাজিল তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৯৩ দশমিক ৩৮। পরীক্ষায় প্রথম দশে ১৭ জন শিক্ষার্থী স্থান করে নিয়েছে।
এবারের পরীক্ষায় মোট ৫ হাজার ৮৯৪ জন অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে ৫ হাজার ৫০৪ জন সফল হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে মাদ্রাসা শিক্ষা পর্ষদ আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করে। এর পাশাপাশি শিক্ষার্থীরা ওয়েবসাইট এর মাধ্যমে ফল (Fazil Result Check 2025) দেখতে পারবে সেই সুযোগও করে দিয়েছে শিক্ষা পর্ষদের তরফ থেকে। পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন এ ফলাফল প্রকাশ করেন।
এবারের ফলাফলের তুলনামূলক চিত্রে দেখা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে কোচবিহার ও জলপাইগুড়ি। এই দুই জেলায় কোনো পরীক্ষার্থী ফেল করেনি। এছাড়া পাশের হারে দ্বিতীয় স্থানে হুগলি জেলা ৯৭ দশমিক ৭২ এবং তৃতীয় স্থানে বাঁকুড়া ৯৬ দশমিক ৬৭।
গত বছরের তুলনায় এবার পাশের হার সামান্য বেড়েছে। এছাড়াও পর্ষদের সভাপতি জানায় এবার আমরা মার্কশিটের হার্ডকপি দেব না। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। চাইলে কেউ চাইলে আরটিআইয়ের মাধ্যমে নিজের ওএমআরও দেখতে পারবে।
চলতি বছরের ফাজিল তৃতীয় সেমেস্টার পরীক্ষা শুরু হয়েছিল গত ১৫ সেপ্টেম্বর। পরীক্ষা ১১ অক্টোবর শেষ হয়। উল্লেখ্য, আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে ফাজিল চতুর্থ সেমিস্টারের পরীক্ষা।
Fazil 3rd Semester Result Check Online 2025 – ফাজিল তৃতীয় সেমিস্টার রেজাল্ট কিভাবে চেক করবেন দেখুন –
১) প্রথমে আপনাকে WBBME এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।
২) এরপর পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে হোম পেজে থাকা Result (Fazil Semester – III) 2025 এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Roll Number ও Registration Number উল্লেখ করে Get Result এ ক্লিক করুন।
৪) এরপর দেখে নিন Fazil Exam 2025 Result।
Fazil 3rd Semester Result Check Link:- Click Now












