West Bengal 2025 Voter List Download: পশ্চিমবঙ্গের ২০২৫ সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নাম দেখুন

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

West Bengal 2025 Voter List Download: ২০২৫ সালের ভোটার লিস্টে যেসকল ভোটারের নাম রয়েছে, তাদের প্রত্যেককে ভোটার SIR ফর্ম পূরণ করতে হবে। আর যদি কোনো ভোটার এসআইআর ফর্ম অনলাইন কিংবা অফলাইন পূরণ না করে থাকেন, তাহলে তাদের নাম ২০২৬ সালের ফাইনাল ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। প্রতিটি ভোটার অফলাইন কিংবা অনলাইন যেকোনো পদ্ধতি অবলম্বন করে ভোটার গণনার ফর্ম ভরতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তাহলে দেখে নিন, ২০২৫ সালের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড (2025 Voter List Download West Bengal) করে আপনার নাম ও পরিবারের বাকি সদস্যদের নাম রয়েছে কিনা। ভোটার এসআইআর এর মাধ্যমে দেখা হচ্ছে, ২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, তাদের নাম ২০২৫ সালের ভোটার লিস্টে রয়েছে কিনা। অপরদিকে ২০২৫ সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে কিনা। ভোটার এসআইআর এর মূল উদ্দেশ্য হলো, ভুয়ো ভোটারদের নাম, মৃত ভোটারদের নাম ও একজনের নামে একাধিক ভোটার কার্ড থাকলে একটি রেখে বাকি সকল ভোটার কার্ড বাতিল করা ও স্বচ্ছ একটি ভোটার লিস্ট প্রকাশিত করা।

পশ্চিমবঙ্গের ২০২৫ সালের ভোটার লিস্ট (West Bengal Voter List 2025 Download) খুব সহজেই কয়েকটি ধাপ ফলো করে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই খুব সহজেই ২০২৫ সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিন, এরপর দেখে নিন আপনার ভোটকেন্দ্রে কত জন ভোটার রয়েছে, কাদের নাম ২০২৫ সালের ভোটার লিস্টে রয়েছে ও কাদের নামের পাশে ডিলিট লেখা রয়েছে।

ভোটার লিস্ট ২০২৫ ডাউনলোড করার জন্য সর্বপ্রথম নিচে উল্লেখিত জেলা থেকে, আপনার জেলা বেঁছে নিন। এরপর পরবর্তী পেজে জেলা, বিধানসভা ও কোন ভাষায় (বাংলা/ইংরেজি) ভোটার লিস্ট খুঁজছেন তা সিলেক্ট করুন। এরপর Roll Type থেকে Final Roll 2025 সিলেক্ট করুন। এরপর নিচে থাকা ক্যাপচার কোড উল্লেখ করুন, এরপর Part No ও Part Name দেখে নিয়ে – পাশে থাকা বক্সে টিক মার্ক দিন। এরপর উপরে থাকা Download Selected PDFs এ ক্লিক করে অপেক্ষা করুন একটি লাইনটি পূরণ হলেই ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। এখন দেখে নিন ২০২৫ সালের ফাইনাল ভোটার লিস্টে আপনার ও পরিবারের সদস্যদের নাম রয়েছে কিনা।

West Bengal 2025 Voter List Download 

ক্রমিক নংজেলার নামডাউনলোড
আলিপুরদুয়ারDownload Now
বাঁকুড়াDownload Now
বীরভূমDownload Now
কোচবিহারDownload Now
দক্ষিণ দিনাজপুরDownload Now
দার্জিলিংDownload Now
হুগলিDownload Now
হাওড়াDownload Now
জলপাইগুড়িDownload Now
১০ঝাড়গ্রামDownload Now
১১কলকাতা উত্তরDownload Now
১২কলকাতা দক্ষিণDownload Now
১৩কালিম্পংDownload Now
১৪মালদাDownload Now
১৫মুর্শিদাবাদDownload Now
১৬নদীয়াDownload Now
১৭উত্তর ২৪ পরগনাDownload Now
১৮পশ্চিম বর্ধমানDownload Now
১৯পশ্চিম মেদিনীপুরDownload Now
২০পূর্ব বর্ধমানDownload Now
২১পূর্ব মেদিনীপুরDownload Now
২২পুরুলিয়াDownload Now
২৩দক্ষিণ ২৪ পরগনাDownload Now
২৪উত্তর দিনাজপুরDownload Now