WBCS Recruitment 2025: দুই বছরের বিরতির পর ফের WBCS পরীক্ষা, অনলাইনে আবেদন শুরু নভেম্বর থেকে দেখুন

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘ ২ বছর ধরে নীরব ছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। অবশেষে হতে চলছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা‌ (WBCS)। আজ শুক্রবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে পাবলিক সার্ভিস কমিশন ২০২৪ এর সিভিল সার্ভিস পরীক্ষা‌র বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। যদিও পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করেনি।

এর আগে শেষবার WBCS পরীক্ষা হয়েছিল ২০২৩ সালের ১৬ ডিসেম্বর। পরবর্তীতে আর হয়নি, কমিশন সূত্রে জানা গেছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে পরীক্ষা নেওয়া যায়নি বলে জানান। এবার সেই বাধা কাটিয়ে রাজ্যে বিভিন্ন স্তরের সরকারি পদে কর্মী নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করছেন।

কবে আবেদন শুরু

পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ এবং এক‌ইসঙ্গে পরীক্ষার ফি দিতে হবে ১৮ নভেম্বর থেকে। আবেদনপত্র পূরণের শেষ তারিখ ৯ ডিসেম্বর বিকেল তিনটা পর্যন্ত। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত তারিখের ও পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে। তবে আবেদন পূরণের সময় কোনধরনের ত্রুটি সংশোধনের জন্য আবেদন পোর্টাল ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে বলে একথা বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

পিএসসির(পাবলিক সার্ভিস কমিশন) পক্ষ থেকে জানানো হয়েছে, সিভিল সার্ভিস পরীক্ষা‌য় বসার জন্য স্নাতক ডিগ্রির প্রয়োজন। এখানে স্নাতক বলতে বোঝানো হয় তিন বা চার বছর মেয়াদি অনার্স বা সমমানের ডিগ্রি। এবং আবেদনকারীকে বাংলা ভাষায় লিখতে ও বলতে পারা থাকতে হবে। যাদের মাতৃভাষা নেপালি সেইসব প্রার্থীরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
প্রার্থীর বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে । বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানান।

আবেদন ফি

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবছরের সিভিল সার্ভিস পরীক্ষা‌য় আবেদন পূরণের জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ২১০ টাকা ফি দিতে হবে। রাজ্যের এসসি, এসটি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ফি দিতে হবে না।
প্রসঙ্গত, এবছরের সিভিল সার্ভিস পরীক্ষা‌ ২৬ কেন্দ্র নেওয়া হবে বলে জানায়।
এই পরীক্ষাটি দুটি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা, যা প্রিলিমিনারি এবং মেইন দুটি ভাগে বিভক্ত। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেইন পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যায়। মেইন পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি করে । যদিওবা WBCS পরীক্ষা মূলত গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ চারটি পদে হয়ে থাকে সেইসব পদের আলাদা আলাদা বিভাগে নিয়োগ করে পিএসসি।