প্রকাশিত হল একাদশ দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউর তালিকা। আজ শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই তালিকা প্রকাশের কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন( এসএসসি)।
প্রার্থীরা নিজেদের নাম ও রোল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন তাদের ইন্টারভিউতে ডাকা হয়েছে কি না। এছাড়াও কমিশনের ওয়েবসাইটে পিডিএফ (PDF) ফাইল সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। সেখানে গেলেই সবাই সবার নাম দেখতে পারবে।
শিক্ষক নিয়োগপ্রক্রিয়ার জন্য স্কুল শিক্ষা দপ্তর এসএসসিকে ১২ হাজার ৫১৪টি শূন্যপদ পাঠিয়েছিল। সূত্র মোতাবেক জানা গেছে, আগে চাকরি হারানোদের পুনর্বহালের কারণে শূন্যপদ কিছুটা কমে এসেছে, কমেছে প্রায় ৫০টি পদ।
কমিশনারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্টারভিউর আগে শুরু হবে প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন। উল্লেখ্য, এসএসসি ভেরিফিকেশনের সময়সূচিও প্রকাশ করেছে। ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে ভেরিফিকেশন প্রক্রিয়া।
প্রসঙ্গত, WBSSC-এর সূত্রে জানা গেছে, যারা নির্ধারিত কাট-অফ মার্কস পূরণ করতে পারেননি, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে না।
কিভাবে দেখবেন লিস্টে আপনার নাম আছে কি না? WBSSC 2nd SLST Interview List Check
১) প্রথমে আপনাকে WBSSC এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা View Result for Verification এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার রোল নম্বর ও নাম উল্লেখ করুন। এরপর নিচে থাকা ক্যাপচার কোড বা উত্তর বক্সে উল্লেখ করে দিয়ে Check Result এ ক্লিক করুন।
৪) আপনার সামনে আপনার রেজাল্ট চলে আসবে। এরপর দেখে নিন, আপনার নাম ইন্টারভিউ লিস্টে রয়েছে কিনা। এছাড়াও আপনার লিখিত পরীক্ষার নাম্বার ও শিক্ষাগত যোগ্যতার স্কোর থেকে শুরু করে অভিজ্ঞতার স্কোর সহ মোট কত নাম্বার পেয়েছেন,তা দেখতে পারবেন। এছাড়াও উক্ত সাবজেক্ট এ কত Cut Off গিয়েছে সেটাও দেখা যাবে।
৫) এর পাশাপাশি আপনার নাম ইন্টারভিউ লিস্টে না থাকলে নিচে Status : NOT CALLED FOR VERIFICATION লেখা চলে আসবে। আর ইন্টারভিউ এ ডাক পেলে দেখা যাবে Status : CALLED FOR VERIFICATION।
WBSSC 2nd SLST Result / Interview Check Link: Click Now
West Bengal School Service Commission এর তরফ থেকে ১১৬১ পেজের PDF ফাইল আপলোড করা হয়েছে। যেসক প্রার্থী ইন্টারভিউ এ ডাক পেয়েছে, তাদের সকলের নাম, রোল নম্বর, জন্ম তারিখ থেকে শুরু করে কত নাম্বার পেয়েছে? কোন সাবজেক্টে কত করে Cut Off? সমস্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে লিস্টে জানিয়ে দেওয়া হয়েছে, দেখুন কিভাবে ডাউনলোড করবেন –
১) সর্বপ্রথম আপনাকে www.wbsschelpdesk.com এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আপনাদের সুবিধার্থে নিচে সরাসরি লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে West Bengal School Service Commission এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Preliminary Interview Panel under 2nd SLST(AT), 2025 এই লেখার নিচে থাকা Click Here to Download Panel এই লেখায় ক্লিক করুন।
৩) এরপর আপনার সামনে 2nd SLST Assistant Teacher এ Interview List চলে আসবে। এখন এখান থেকে Subject ভিত্তিক ও নাম ভিত্তিক সার্চ করে সমস্ত তথ্য দেখে নিন।
৪) এছাড়া PDF ফাইলে দেখে নিন, কোন সাবজেক্টে কত করে Cut Off গিয়েছে ইত্যাদি সমস্ত তথ্য।
WBSSC 2nd SLST Interview List PDF Download Link:- PDF Download Click















