RRB Group D 2025: RRB গ্রুপ ডি পরীক্ষার সিটি স্লিপ প্রকাশ, ঘোষণা করা হলো পরীক্ষার দিন

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ ডি পরীক্ষার সিটি স্লিপ প্রকাশ করেছে। সিটি স্লিপের মাধ্যমে পরীক্ষার্থীরা আগেই জেনে নিতে পারবে তাঁদের পরীক্ষাকেন্দ্র কোন শহরে পড়বে। যে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাঁদের উচিত অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের পরীক্ষার সিটি স্লিপ ডাউনলোড করা। এছাড়াও পরীক্ষার সময়-সহ অন্যান্য তথ্য অ্যাডমিট কার্ডে পাওয়া যাবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পরীক্ষার্থীরা সহজে কিভাবে নিজেদের সিটি স্লিপ ডাউনলোড করবে সেই সুবিধার্থে নিচে সরাসরি লিঙ্ক দেওয়া হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রুপ ডি–র পরীক্ষাটি কম্পিউটারভিত্তিক (CBT) হবে। আগামী ২৭ নভেম্বর ২০২৫ থেকে পরীক্ষা চলবে ১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এবং দেশজুড়ে একাধিক শিফটে এই পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানান।

RRB গ্রুপ ডি পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। এতে সাধারণত যেই বিষয়ে প্রশ্ন থাকবে – বিজ্ঞান, গণিত, জেনারেল অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং এ।
পরীক্ষার ৪ দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, RRB গ্রুপ-ডি পরীক্ষার মাধ্যমে ভারতীয় রেলওয়ের লেভেল–১ পদের জন্য প্রার্থী নিয়োগ করে।

আপনি এইভাবে দেখতে পারেন আপনার সিটি স্লিপ:
১. অফিসিয়াল ওয়েবসাইট RRB এ যান।
২. হোম পেজে RRB গ্রুপ ডি পরীক্ষার সিটি স্লিপ ২০২৫ লিঙ্কে ক্লিক করুন।


৩. এবং নতুন পেজে আপনার সামনে আসবে সেখানে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ এছাড়া ক্যাপচা কোড ব্যবহার করে লগইন করুন।
৪. ল‌গ‌ইন করার পর সাবমিট-এ ক্লিক করলে আপনার পরীক্ষার সিটি স্লিপ দেখতে পারবেন।
আপনাদের সুবিধার্থে লিঙ্ক: ক্লিক করুন 

Related News