আজ প্রকাশিত হলো নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের (2nd SLST IX–X) ফলাফল। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজই রেজাল্ট প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা তাদের রোল নাম্বার ও নাম ব্যবহার করে সহজেই দেখে নিতে পারবেন তাদের রেজাল্ট ও প্রাপ্ত নম্বর।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে 2nd SLST IX–X রেজাল্ট চেক করবেন। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে 7ই সেপ্টেম্বর নেওয়া হয়েছে 2nd SLST IX-X এর পরীক্ষা। তার রেজাল্ট আজ প্রকাশিত করা হলো। তবে কমিশনের তরফ থেকে নবম দশম এর আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশ করার পাশাপাশি ইন্টারভিউ এ কতজন পরীক্ষার্থী ডাক পেয়েছে, তার লিস্ট প্রকাশ করেছেন।
আজ পরীক্ষার্থীরা তাদের রোল নাম্বার ও নাম উল্লেখ করে রেজাল্ট চেক করতে পারবেন। মোট ৬০ নম্বরের মধ্যে হয়েছে পরীক্ষা। পরীক্ষার্থীরা আজ জানতে পারবেন, লিখিত পরীক্ষায় কত নাম্বার পেয়েছেন। এর কয়েকদিন পর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ইন্টারভিউ এর লিস্ট থেকে শুরু করে ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে কারা ডাক পেলে জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত নবম ও দশমে শূন্যপদের সংখ্যা ছিলো 23,212 টি। তাহলে ঝটপট দেখে নিন রেজাল্ট।
কিভাবে 2nd SLST IX-X রেজাল্ট চেক করবেন দেখে নিন – WBSSC 2nd SLST IX X Result Check
১) প্রথমে আপনাকে West Bengal School Service Commission এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Result লেখার উপরে ক্লিক করুন কিংবা wbsschelpdesk পোর্টালে আসুন, লিংক নিচে দেওয়া হয়েছে।
৩) এরপর এখানে থাকা 2nd SLST Result – View Result এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Admit Card এ থাকা রোল নম্বর ও নাম উল্লেখ করে Search Result এ ক্লিক করুন।
৫) এরপর আপনার সামনে ক্লাস ৯ ও ১০ এর রেজাল্ট চলে আসবে – এখন দেখে নিন কত নাম্বার পেয়েছেন।
WBSSC 2nd SLST IX X Result Check Link:– ক্লিক করুন
WBSSC IX X Result Check Direct Link:- ক্লিক করুন
WBSSC Website Link:- Click Now













