WB January Free Ration Chart: জানুয়ারি ২০২৬ নতুন রেশন সামগ্রী চার্ট প্রকাশ! কোন কার্ডে কত চাল-গম পাবেন?

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গের রেশন উপভোক্তারা খাদ্য সাথী প্রকল্পের অধীনে মোট পাঁচ (৫) ধরনের রেশন কার্ডের সুবিধা পেয়ে থাকেন। সরকারের তরফ থেকে এই রেশন সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তবে আগামী জানুয়ারি ২০২৬ মাস থেকে রেশনের খাদ্যসামগ্রীর তালিকায় কিছু নতুন পরিবর্তন আসছে। নতুন নিয়ম অনুযায়ী আগের তুলনায় গম বা আটার পরিমাণ বাড়ানো হচ্ছে এবং একইসঙ্গে চালের পরিমাণ কিছুটা কমানো হবে।

তাহলে দেখে নিন— আপনার রেশন কার্ডে জানুয়ারি ২০২৬ থেকে কতটা রেশন মিলবে। আপনার কাছে যদি অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড, অগ্রাধিকার প্রাপ্ত (PHH) রেশন কার্ড, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশন কার্ড, RKSY–1 বা RKSY–2 রেশন কার্ড থাকে, তবে জানুয়ারি মাস থেকে কোন রেশন কার্ডে কতটা করে রেশন সামগ্রী পাবেন— তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

পশ্চিমবঙ্গ সরকার ১৬ নভেম্বর ২০২১ তারিখে প্রকাশিত রাজ্য সরকারের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক সুবিধাভোগীর দোরগোড়ায় রেশন সামগ্রী পৌঁছে দেওয়া। জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA), রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা (RKSY) এবং বিভিন্ন বিশেষ প্যাকেজের আওতায় অন্তর্ভুক্ত সকল সুবিধাভোগীর কাছে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য বাড়িতে পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

তাহলে এখন জেনে নিন, কোন ক্যাটাগরির রেশন কার্ড থাকলে কত কেজি করে খাদ্য সামগ্রী পাওয়া যাবে আগামী জানুয়ারি ২০২৬ মাস থেকে –

~সম্পূর্ণ বিনামূল্যে জানুয়ারি ২০২৬ নতুন রেশন সামগ্রী চার্ট~
 
ক্রমিক নং ক্যাটাগরি (কার্ড ধরন) খাদ্যসামগ্রী আগের পরিমাণ জানুয়ারি ২০২৬ পরিমাণ
AAY
অন্ত্যোদয় অন্ন যোজনা (পরিবার পিছু)
চাল ২১ কেজি (পরিবার পিছু) ১৫ কেজি (পরিবার পিছু)
গম / আটা ১৪ কেজি / ১৩ কেজি ৩০০ গ্রাম (পরিবার পিছু) ২০ কেজি / ১৯ কেজি (পরিবার পিছু)
PHH
অগ্রাধিকার প্রাপ্ত (মাথাপিছু)
চাল ৩ কেজি (মাথাপিছু) ২ কেজি (মাথাপিছু)
গম / আটা ২ কেজি / ১ কেজি ৯০০ গ্রাম (মাথাপিছু) ৩ কেজি / ২ কেজি ৮৫০ গ্রাম (মাথাপিছু)
SPHH
বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (মাথাপিছু)
চাল ৩ কেজি (মাথাপিছু) ২ কেজি (মাথাপিছু)
গম / আটা ২ কেজি / ১ কেজি ৯০০ গ্রাম (মাথাপিছু) ৩ কেজি / ২ কেজি ৮৫০ গ্রাম (মাথাপিছু)
RKSY-1
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা
চাল ৫ কেজি (মাথাপিছু) ৫ কেজি (মাথাপিছু)
RKSY-2
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা
চাল ২ কেজি (মাথাপিছু) ২ কেজি (মাথাপিছু)

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।