মঙ্গলবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলে, সেই তালিকায় এমনকিছু নাম বাদ পড়েছে। যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিলেও নাম নেই খসড়া ভোটার তালিকার।
কোচবিহার দক্ষিণ বিধানসভার ফলিমারী এলাকার এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, দু’জন জীবিত ভোটারের নাম মৃত হিসেবে চিহ্নিত হওয়ার কারণ দেখিয়ে নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীকে।
সেই এলাকার বুথ লেভেল অফিসার (বিএলও) দাবি করেন, ফর্ম গ্রহণের পর তা নিয়মমাফিক অনলাইনে আপলোড করাও হয়েছিল তাদের নাম। কিন্তু তারপরও কিভাবে নাম বাদ পড়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে।
সম্প্রতি দুর্গাপুরেও একই ঘটনা সামনে এসেছে। খসড়া ভোটার তালিকা থেকে দুর্গাপুরের ১০ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। তাঁদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়া হলেও খসড়া তালিকায় তাঁদের নাম নেই।
এদিকে, খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। তিনি বলেন,
ধিক্কার জানাই, দুজন জীবিত মানুষকে মৃত বলে তালিকা থেকে বাদ দেওয়া হলো বোধগম্য হচ্ছে না।
নির্বাচন কমিশন জানায়, খসড়া তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের পূরণ করতে হবে কমিশনের দেওয়া ফর্ম ৬।
উল্লেখ্য, কমিশন সূত্র জানা গেছে, খসড়া ভোটার তালিকায় ২৪ লাখের বেশি ভোটারকে ‘মৃত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ১২ লাখের বেশি ভোটারকে তাঁদের নিবন্ধিত ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ– পশ্চিমবঙ্গের জেলা ও বুথ ভিত্তিক খসড়া ভোটার লিস্ট প্রকাশ হলো – PDF ডাউনলোড করুন
