CTET 2026 Form Correction: ফেব্রুয়ারিতে হতে চলছে CTET পরীক্ষা, আবেদন সংশোধনের দিনক্ষণ ঘোষণা জানুন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামী বছর ফেব্রুয়ারিতে আয়োজন করা হবে সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট ( CTET) পরীক্ষা।  কেন্দ্রীয় সরকারী বিদ্যালয়গুলোতে শিক্ষক হ‌ওয়ার জন্য এই নিয়োগ পরীক্ষা নিয়ে থাকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগামী মাস থেকে শুরু হয়েছিল এই পরীক্ষার রেজিস্ট্রেশন এবং শেষ হয় ১৮ ডিসেম্বরে এবং সেই রেজিস্ট্রেশন করার সময় কোন ধরনের ভুল হলে আগামীকাল ২৩ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সেই ভুল সংশোধন করা যাবে।

পাশাপাশি বোর্ড জানায় এই তারিখের পরে কোনও ভুল থেকে থাকলেও কোনও রকমের সংশোধনের করা যাবেনা। এছাড়াও প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, ৮ ফেব্রুয়ারি ২০২৬ এ অনুষ্ঠিত হবে দেশের ১৩২ শহরে এই পরীক্ষা।

প্রসঙ্গত, চলতি বছর মোট ২৫,৩০,৪৩৬ জন সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট (CTET) পরীক্ষার জন্য আবেদন করেছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।