কেরলে ‘বাংলাদেশি’ সন্দেহে পিটিয়ে হত্যা করেন ছত্তিশগড়ের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের ওই শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। ওই শ্রমিক ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে।
এই ঘটনায় কেরল পুলিশ ৫ জনকে গ্রেফতারও করেছে। জানা গেছে, এই ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচ জনের মধ্যে চার জনই আরএসএস–বিজেপির সক্রিয় কর্মী। এই ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছে মুরলী, প্রসাদ, অনু, বিপিন ও আনন্দন। এনডিটিভির এক টুইটে এ তথ্য জানানো হয়।
যদিও এই পুরোনো ঘটনাটা ন্যাকচ করেন কেরালার বিজেপি নেতা ভি মুরলীধরন বলেন গণপিটুনির ঘটনার দায় বিজেপি এবং আরএসএস-এর উপর চাপানোর চেষ্টা করছে কমিউনিষ্ট পার্টির লোক। এছাড়াও বলেন কেরালা একটি সিপিএম শাসিত রাজ্য।
প্রসঙ্গত, রাম রামনারায়ণ বাঘেল ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালার পালাক্কাদে যায়। এবং গত ১৭ ডিসেম্বর এক আত্মীয়ের সঙ্গে বাইরে বেরোলে ওয়ায়ালায়া থানার অন্তর্গত আত্তাপ্পাল্লাম এলাকায় পথ হারিয়ে ফেলেন তিনি। এরপর সেই এলাকার এক চুরির ঘটনায় সন্দেহে কয়েক জন গ্রামবাসী তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে নাম, ঠিকানা ও মাতৃভাষাও জানতে চাওয়া হয়।
এরপর ‘বাংলাদেশি’ সন্দেহে মারধর শুরু করেন। মারধর করার এক পর্যায়ে অচেতন অবস্থায় গেলেও মারধর বন্ধ করেননি। সেই শ্রমিকের মৃত্যু ঘটনাস্থলে হলে নিয়ে যায় পালাক্কাড় জেলা সরকারি হাসপাতালে। এ ছাড়া চিকিৎসকেরা জানান, মৃতের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তক্ষরণের জন্য ই মৃত্যু হয়।
কেরালা পুলিশ জানায়, ইতিমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
