পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। সমগ্র শিক্ষা মিশন (SSM)-এর অধীনে জেলার ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় অষ্টম শ্রেণি পাশ থেকে শুরু করে স্নাতক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। গ্রুপ ডি (Group-D), ডাটা এন্ট্রি অপারেটর (DEO), লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) সহ একাধিক পদে নিয়োগ করা হবে।
আজকের এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন—
Contents
- কোন কোন পদে নিয়োগ হচ্ছে
- শিক্ষাগত যোগ্যতা কী
- মাসিক বেতন কত
- কী কী ডকুমেন্টস লাগবে
- আবেদন করার শেষ তারিখ
- কিভাবে আবেদন করবেন
নিয়োগকারী সংস্থা
সমগ্র শিক্ষা মিশন (SSM)
ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস, পশ্চিমবঙ্গ
শূন্যপদের নাম
| পদ | যোগ্যতা |
|---|---|
| Group-D | অষ্টম শ্রেণি পাশ |
| Data Entry Operator (DEO) | উচ্চ মাধ্যমিক পাশ |
| Lower Division Clerk (LDC) | স্নাতক পাশ |
| অন্যান্য পদ | নোটিশ অনুযায়ী |
বেতন কাঠামো (প্রতি মাসে)
| পদ | বেতন |
|---|---|
| Group-D | 8,770 টাকা |
| DEO | 13,419 টাকা |
| LDC | 11,261 টাকা |
| অন্যান্য | বিজ্ঞপ্তি অনুযায়ী |
প্রয়োজনীয় ডকুমেন্টস
- মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক / স্নাতকের মার্কশিট
- আধার কার্ড / ভোটার কার্ড
- পাসপোর্ট সাইজ ছবি
- সিগনেচার
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- রেসিডেন্স সার্টিফিকেট
আবেদন করার শেষ তারিখ
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন জানাতে হবে ৩০/১২/২০২৫ বিকেল ৫.৩০ মিনিটের মধ্যে।
আবেদন পদ্ধতি
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন জানাতে হবে অফলাইনে। এরজন্য অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে উপযুক্ত নথি সহকারে পাঠাতে হবে Office of the District Education Officer, SSM, Alipurduar at Dooars Kanya, 30 Floor (room no. 320), Pin- 736122 এই ঠিকানায়। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখে, তারপর আবেদন করুন।
গুরুত্বপূর্ণ লিংক
West Bengal Group D, DEO & LDC Recruitment Notification Download Link:– Download Now
Application Form Download Link:- Download Now

