পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এক বড়সড় সুখবর ঘোষণা করা হয়েছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে রাজ্যের সরকারি, সরকার-পোষিত ও সরকার-স্পন্সরড স্কুলের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ট্যাবলেট, কম্পিউটার বা স্মার্টফোন কেনার জন্য ১০,০০০ টাকা কবে দেওয়া হবে, তার দিনক্ষণ ঘোষণা করলো বিকাশ ভবন।
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পড়ুয়াদের জন্য একদিকে যেমন বিভিন্ন সরকারি স্কলারশিপ চালু করেছেন, ঠিক অপরদিকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে শিক্ষাকে আরও মজবুত করার উদ্যোগ নিয়েছেন। আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, নবান্ন স্কলারশিপ সহ একাধিক সহায়তা প্রকল্প চালু রয়েছে। পাশাপাশি মেয়েদের জন্য রয়েছে জনপ্রিয় কন্যাশ্রী প্রকল্প। এরই পাশাপাশি পড়ুয়াদের ডিজিটাল শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের একটি বিশেষ প্রকল্প হল তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme)।
কী এই তরুণের স্বপ্ন প্রকল্প?
এই প্রকল্পের মাধ্যমে সরকারি ও সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়ে পাঠরত একাদশ শ্রেণির পড়ুয়াদের স্মার্টফোন / ট্যাবলেট / কম্পিউটার কেনার জন্য এককালীন ১০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অর্থ পড়ুয়াদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়, যাতে তারা অনলাইন ক্লাস, ডিজিটাল নোটস, প্রজেক্ট ও অন্যান্য পড়াশোনার কাজে প্রযুক্তির সুবিধা নিতে পারে।
ট্যাব কেনার টাকা কবে ঢুকবে 2025?
এই নিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক মহলে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও উৎকণ্ঠা ছিল। অবশেষে বিকাশ ভবনের তরফ থেকে এই বিষয়ে সরকারি দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের পড়ুয়াদের ট্যাব/স্মার্টফোন কেনার ১০,০০০ টাকা ৮ই জানুয়ারি ২০২৬ থেকে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া শুরু হবে। ৮ই জানুয়ারি ২০২৬ থেকে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই, NPCI কনফার্মেশন, স্কুলের UDIN সার্টিফিকেট ও Banglar Shiksha Portal-এর মাধ্যমে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরাসরি ট্রেজারি থেকে টাকা পাঠানো হবে।
কোন কোন পড়ুয়ারা ট্যাব কেনার টাকা পাবেন ?
এই প্রকল্পের আওতায় থাকছেন—
- সরকারি স্কুল
- সরকার-পোষিত (Govt. Aided) স্কুল
- সরকার-স্পন্সরড স্কুল
এই সব স্কুলে পাঠরত একাদশ শ্রেণির (এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির) যোগ্য পড়ুয়ারা এই আর্থিক সহায়তা পাবেন।
ডিজিটাল শিক্ষাকে আরও শক্তিশালী করা, অনলাইন ক্লাস, নোটস, প্রজেক্ট ও পড়াশোনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের ডিজিটাল শিক্ষার পথে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ৮ই জানুয়ারি ২০২৬ থেকে ট্যাব কেনার টাকা ঢোকা শুরু হওয়ায় লক্ষ লক্ষ পড়ুয়া এবার সহজেই স্মার্টফোন বা ট্যাবলেট কিনে অনলাইনের মাধ্যমেও পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।

