Madhyamik Admit Card 2026: পরীক্ষার আগে বড় ঘোষণা, ২০ জানুয়ারি থেকে মিলবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণের সময়সূচি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।  প্রকাশিত সূচি অনুযায়ী অ্যাডমিট কার্ড ২০ জানুয়ারি থেকে বিতরণ করা হবে।  মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে রাজ্য জুড়ে মোট ৪৮টি ক্যাম্প অফিসে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।  এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ স্কুলেই নির্ধারিত দিনে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মঙ্গলবার (৬ জানুয়ারি) ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ৪৮টি ক্যাম্প অফিস থেকে এই অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে।

প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা।  ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত বিষয়ের পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি।   প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং চলবে দুপুর ২টো পর্যন্ত।  পরীক্ষার প্রথম ১৫ মিনিট, অর্থাৎ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত পরীক্ষার্থীরা শুধুমাত্র প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে।  মূল উত্তর লেখা শুরু হবে সকাল ১১টা থেকে।

 

West Bengal madhyamik admit Card Distribution 2026

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।