আসন্ন টি ২০ বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির সংঘাত আরও গভীর হচ্ছে। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে এসে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছিল বাংলাদেশ। সেই সঙ্গে রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি দাবি করেছিল। তবে শেষ পর্যন্ত সেই আবেদন কার্যত খারিজ করে দিল আইসিসি।
জানা গিয়েছে, টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস বাকি রয়েছে। এর আগে ভেন্যু পরিবর্তনের কোনও প্রশ্নই ওঠে না। ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হতে চলা বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ম্যাচ ভারতেই হবে এবং বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতে হবে। না গেলে পয়েন্ট হারাতে পারে।
প্রসঙ্গত, বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাতিলের নির্দেশ দেওয়ার পরই ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার পরপরই সেদেশের সরকার বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পরই নিরাপত্তার প্রশ্ন তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে তাদের টিম আসন্ন বিশ্বকাপে ভারতে খেলতে আসবেনা। এনিয়ে চিঠিও দেয় আইসিসিকে। তবে আইসিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, টুর্নামেন্টের কোনো কিছু বদলানোর সুযোগ নেই ভারতে এসেই খেলতে হবে।

