অবশেষে নিট–ইউজি সিলেবাস ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটলো। আগামী শিক্ষাবর্ষে স্নাতক স্তরের নিট ইউজি পরীক্ষার সিলেবাসে পরিবর্তন এনেছে। বৃহস্পতিবার ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) প্রশ্নপত্র কোন পাঠ্যক্রমে তৈরি হবে, তা স্পষ্ট করে জানাল। নিট পড়ুয়ারা তাঁদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করতে পারবে।
নিট–ইউজি পরীক্ষার প্রশ্নপত্র মূলত এনসিইআরইটি র একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমের উপর ভিত্তি করেই তৈরি করা হয়। সেখানে তিনটি বিষয় থেকে প্রশ্ন হয় পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যা।
নতুন সিলেবাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বিষয় আগের মতো থাকলেও বদল হয়েছে কিছু অধ্যায়ের বিন্যাস ও টপিকের গুরুত্বের পরিবর্তন। এছাড়াও এখনও পর্যন্ত বোর্ডের তরফে ফর্ম ফিলাপের দিন ঘোষণা করা হয়নি। তবে ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিলাপ হবার সম্ভাবনা রয়েছে, এছাড়াও বিগত বছরের পরীক্ষার ধারণা থেকে এ বছর NEET UG 2026 মে মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডাউনলোড লিঙ্ক: ক্লিক করুন
