RRB Group D & C Recruitment 2026: রেলে চাকরির সুযোগ! গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগ – দেখুন আবেদন পদ্ধতি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর।  সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে স্পোর্টস কোটার অধীনে ২২টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  বিজ্ঞপ্তি, যেখানে গ্রুপ C এবং গ্রুপ D-তে বিভিন্ন লেভেলে নিয়োগ হবে। ইতিমধ্যে আবেদন নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

গ্রুপ ‘সি’ (লেভেল ৪/৫) আওতায় শূন্যপদ – ৫টি‌
পদ গুলো – অ্যাথলেটিক্স, আর্চারি, ব্যাডমিন্টন ও বক্সিং।
শিক্ষাগত যোগ্যতা
এই পদ গুলো আবেদনের জন্য যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাশ থাকলেই হবে।
বয়সসীমা
১৮ থেকে ২৫ বছর (১ জুলাই ২০২৬ অনুযায়ী)। কোনো বয়সে ছাড় নেই।
বেতন স্কেল
৭ম পে কমিশন অনুযায়ী।  ৫,২০০ – ২০,২০০ টাকা টাকা পর্যন্ত এছাড়াও অতিরিক্ত GP হিসেবে ২৪০০- ২৮০০ টাকা প্রদান করবে।

গ্রুপ ‘সি’ (লেভেল ৩/২) আওতায় শূন্যপদ- ১৬
পদগুলো
অ্যাথলেটিক্স, আর্চারি, ব্যাডমিন্টন, বক্সিং, ওয়েটলিফটিং, পাওয়ার লিফটিং, লন টেনিস।
শিক্ষাগত যোগ্যতা
১২শ শ্রেণি পাশ / আইটিআই / অ্যাপ্রেন্টিসশিপ হয়ে থাকলে পারবেন আবেদন করতে।
বয়সসীমা
১৮ থেকে ২৫ বছর
বেতন স্কেল
৭ম পে কমিশন অনুযায়ী। যা ৫,২০০ টাকা থেকে শুরু করে ২০,২০০ টাকা পর্যন্ত হতে পারে।

কেবলমাত্র ১পদে‌ই গ্রুপ ‘ডি‌’( লেভেল ১) অন্তর্ভূক্ত।
পদের নাম
অ্যাথলেটিক্স
এই পদটি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য।


শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাশ বা সমতুল্য / আইটিআই / NAC সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১৮ থেকে ২৫ বছর
বেতন স্কেল
৭ম পে কমিশন অনুযায়ী।  ৫,২০০ – ২০,২০০ টাকা।

আবেদন ফি
জেনারেল ও ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে। তবে ফিল্ড ট্রায়ালে অংশ নিলে ৪০০ টাকা ফেরত দিবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে।  এ ছাড়া SC/ST/প্রাক্তন-সার্ভিসম্যান মহিলা, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণির জন্য আবেদনের ফি রাখা হয়েছে ২৫০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের ট্রায়ালের জন্য ডাকা হবে।  এরপর স্পোর্টস অর্থাৎ ক্রীড়াক্ষেত্রে তাদের দক্ষতা যাচাই করা হবে। এখানে উত্তীর্ণ হলে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর সরাসরি নিয়োগ।

কীভাবে আবেদন করতে হবে
আবেদন করতে হবে অনলাইনে, আবেদন লিংকঃ- Apply Now

RRB Group D & C Recruitment Notification 2026: Download Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।