মাধ্যমিক পাশ যুবক-যুবতীদের জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে এল ভারতীয় ডাক বিভাগ। কোনো লিখিত পরীক্ষা বা ভাইভা ছাড়াই, ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক (GDS)-এর বিভিন্ন পদে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ২৮ হাজার ৭৪০টি শূন্যপদে নিয়োগ করবে। এবং পশ্চিমবঙ্গের জন্য ২৯৮২টি শূন্যপদ রয়েছে।
GDS এর অধীনে কোন কোন পদে নিয়োগ করবে —
১. ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM): গ্রামীণ পোস্ট অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন।
২. অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) ও ডাক সেবক: চিঠিপত্র বিলি এবং পোস্ট অফিসের দৈনন্দিনের কাজ।
আবেদনের তারিখ:
আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
যোগ্যতা কী কী লাগবে
বয়সসীমা:
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটার জ্ঞান ও সাইকেল চালানো দক্ষতা।
বেতন স্কেল: ১২,০০০-২৯,৩৮০ টাকা।
আবেদন ফি
জেনারেল ও ওবিসি বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে দিতে হবে ১০০ টাকা। তবে এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
আবেদন কীভাবে করবেন:
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যদিও এখনও পর্যন্ত ভারতীয় ডাক বিভাগের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে সূত্রের খবর, আগামী ৩১ জানুয়ারি নাগাদ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হতে পারে। বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আমাদের এমডি ৩৬০ নিউজ পোর্টালে জানা যাবে।


