নারীদের সঙ্গে আপত্তিকর অবস্থার ভিডিও ভাইরাল হতেই কর্ণাটকের পুলিশ ডিরেক্টর জেনারেল (আইপিএস–ডিজিপি) রামচন্দ্র রাওকে সাসপেন্ড করেছে কর্ণাটক সরকার।
সম্প্রতি ওই পুলিশ কর্মকর্তার সোমবার নিজের দপ্তরে বসে একাধিক মহিলার সঙ্গে আপত্তিকর মুহুর্তের এক ভিডিও অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় ৪৭ সেকেন্ডের, যা একাধিক ক্লিপ জুড়ে তৈরি বলে দাবি। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি মহিলাদের জড়িয়ে ধরছেন আবার কখনও তাঁদের চুম্বন করছেন।
রামচন্দ্র রাও অবশ্য সমস্ত অভিযোগ নাকচ করেছেন। তাঁর বক্তব্য, আধুনিক প্রযুক্তির সাহায্যে তাঁর বিরুদ্ধে ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে এবং তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। তবে রাজ্য সরকার বিষয়টিকে হালকাভাবে নেয়নি। ওই পুলিশ রামচন্দ্র রাওকে অবিলম্বে সাসপেন্ড করে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সরকারের লিখিত অনুমতি ছাড়া ‘কোনো অবস্থাতেই’ সদর দপ্তর ত্যাগ করতে পারবেন না।
উল্লেখ্য, এই ঘটনার পটভূমিতে আরও বিতর্ক তৈরি হয়েছে, গত বছর সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রানিয়া রাও। তাঁরই বাবা রামচন্দ্র রাওয়ের বিরুদ্ধে ছড়িয়েছে বিস্ফোরক অভিযোগ।

