WBCS আধিকারিকদের জন্য ১৪০টি নতুন উচ্চপদে ছাড়পত্র নবান্নের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে WBCS (Executive) অফিসারদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন।  রাজ্য প্রশাসনের উচ্চস্তরে একযোগে ১৪০টি অতিরিক্ত পদ তৈরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের প্রশাসনিক দফতর, পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিশেষ সচিব পদে অতিরিক্ত ৪০টি পদ এবং যুগ্মসচিব পর্যায়ে ১০০টি পদ নতুন করে সৃষ্টি করা হয়েছে।  এর ফলে রাজ্যে জয়েন্ট সেক্রেটারির মোট অনুমোদিত সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫০, আর স্পেশাল সেক্রেটারির সংখ্যা হলো ১৪০।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সিনিয়র WBCS আধিকারিকদের একাংশ একই পদে অনেক দিন ধরে আটকে ছিলেন।  উচ্চপদের সংখ্যা সীমিত থাকায় পদোন্নতি কার্যত থমকে গিয়েছিল আধিকারিকদের।   উল্লেখ্য, এতে WBCS অফিসাররা উচ্চপদে পদোন্নতি পাবেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।