WB HS Admit Card Download 2026: মাধ্যমিক–উচ্চমাধ্যমিক: অ্যাডমিট কার্ড কবে, কিভাবে করবেন ডাউনলোড দেখুন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

২০২৬ এর মাধ্যমিক (Madhyamik) উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Admit Card) প্রদানের দিনক্ষণ জানালো মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council Of Higher secondary education)।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এর আগে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ২১ জানুয়ারি দেওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা‌ পিছিয়ে যায়।  তবে এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ২৮ জানুয়ারি নিজ নিজ স্কুলেই পাওয়া যাবে।

প্রসঙ্গত, প্রকাশিত বিজ্ঞপ্তি জানা গেছে, আগামী ২৯ জানুয়ারির মধ্যে সাবজেক্ট, ছবি, লিঙ্গ সংক্রান্ত ভুল ঠিক করা যাবে।  তবে নাম, জন্ম তারিখে ভুল হলে পরীক্ষার পর মার্চ মাসে ঠিক করা যাবে এর আগে নয়।

অন্যদিকে, সংসদ জানিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এডমিট কার্ড এবার অনলাইনেই পাওয়া যাবে।  তবে এই সুবিধা কেবলমাত্র সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

একইসাথে সংসদ সিদ্ধান্ত নিয়েছে, সেমিস্টার চার এবং সেমিস্টার তিনের (সাপলিমেন্টারি) পরীক্ষার এডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন ২৮ জানুয়ারি।

এছাড়াও পুরোনো সিলেবাসে যেসব পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের ২৮ তারিখে নিজ নিজ স্কুলেই যেতে হবে এডমিট কার্ড আনতে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।