ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মাঝেই গাজায় রক্তগঙ্গা , ২৪ ঘণ্টায় ১৪৩ নিহত, মোট মৃতের সংখ্যা ৫৩,০০০ ছাড়াল!

Ealiash Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনেই কমপক্ষে আরও ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে সূত্রের খবর। নতুন এই প্রাণহানির ঘটনায় গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,১১৯ জনে। আহত হয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রতিদিনই ইসরায়েলের সেনা অভিযানে বাড়ছে মৃতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হমলায় এখন পর্যন্ত প্রায় দুই হাজার নয়শত জনের মৃত্যু হয়েছে।

এদিকে, শুক্রবার পশ্চিম তীরের ওয়েস্ট ব্যাঙ্কেও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলার রেশেই গাজায় নিহতের সংখ্যা এক লাফে বেড়ে যায়।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। আন্তর্জাতিক মহল ইসরায়েলের এই সামরিক পদক্ষেপের সমালোচনা করলেও ফলস্বরূপ কিছু হয়ে উঠেনি, গাজা- ফিলিস্তিনের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

দখলদার ইসরায়েল আগেই হুমকি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে যদি হামাস যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে গাজায় ব্যাপক হামলা চালাবে তারা। ট্রাম্পের আজ সফর শেষ। এরমধ্যে গাজায় বর্বরতা শুরু করে দখলদার ইসরায়েল, আক্রমণ চালায় ওয়েস্ট ব্যাঙ্কে।

ট্রাম্প সৌদি আরবসহ আমিরশাহির সঙ্গে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন তিনি। তাঁর সফরের তালিকায় গাজাও রয়েছে। ইসরায়েল-গাজা দ্বন্দ্ব মেটাতে তিনি চেষ্টা করবেন বলেও জানানো হয় কিন্তু এর মাঝে হানাদার ইসরাইলে আক্রমণ চালায়।