ভোটার কার্ড সংশোধন অনলাইনে Voter Id Card Correction Online

WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভোটার কার্ড আমাদের বিভিন্ন কাজে নথিপত্র হিসাবে কাজ করে।বয়সের প্রমাণ হিসাবেও আমাদের ভোটার কার্ড কাজ আসে কিংবা নামের প্রমাণ হিসাবেও ভোটার কার্ড অনেক কাজে সাহায্য করে। শুধু তাই নয় পরিচয়পত্র হিসাবেও ভোটার কার্ড আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি।এখন প্রশ্ন হলো যদি আমাদের ভোটার কার্ডটি নষ্ট হয়ে যায় কিংবা ভোটার কার্ডের ছবি ঠিক মতো বোঝা যায়না।কিংবা ভোটার কার্ডেই আমাদের বয়স ভুল রয়েছে অথবা নামের বানান,বাবার নামের বানান ভুল রয়েছে তাহলে কিভাবে সংশোধন করবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এখন আপনি খুব সহজেই মোবাইল ফোন দিয়ে আপনার হাতের ভোটার কার্ডটিকে সংশোধন করতে পারবেন আর তার বদলে পেয়ে যাবেন সুন্দর একটি নতুন ভোটার কার্ড। কিভাবে ভোটার কার্ড সংশোধন করবেন অনলাইনে নিচের ধাপ গুলো ফলো করুন

১) প্রথমে আপনাকে ভোটার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
ওয়েবসাইট লিংক:-


২) এরপর Log In/ Register এ ক্লিক করে লগ ইন করে নিতে হবে।
৩) এরপর Correction Details এ ক্লিক করে যার ভোটার কার্ড সংশোধন করবেন তার ভোটার কার্ড নাম্বার বসিয়ে এগিয়ে যেতে হবে।
৪) এরপর আপনি কি কি সংশোধন করতে চান আপনার ভোটার কার্ড এর, সেই অপশন গুলো সিলেক্ট করুন ও নিচে সঠিক নামের বানান,জন্ম তারিখ,ঠিকানা,বাবার নাম/স্বামীর নাম, ছবি ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৫) এরপর আপনি একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। যেই নাম্বার দিয়ে পরবর্তীতে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যে ভোটার কার্ড সংশোধন হয়েছে কিনা।

ভোটার কার্ড স্ট্যাটাস চেক করার লিংকঃhttps://www.nvsp.in/Forms/trackstatus